• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাজ নেই টলিউডে! মহাপীঠ-তারাপীঠের পর আবারও ছোট পর্দায় বিপ্লব চট্টোপাধ্যায়

বাংলা সিনেমা (Bengali Cinema) জগতের একজন দাপুটে খলনায়ক হলেন বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। দীর্ঘদিনের অভিনয় জীবনে বেশিরভাগ সিনেমাতেই খল চরিত্রে (Negative Role) অভিনয় করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। তবে এখন আর সেভাবে বাংলা সিনেমায় দেখা যায় না এই অভিনেতাকে। এমনিতে বরাবরই সত্যি কথা মুখের উপর স্পষ্ট বলতে দুবার ভাবেন না এই অভিনেতা।

তাই স্পষ্টবাদী হিসাবেই ইন্ডাস্ট্রিতে পরিচিত তিনি। সম্প্রতি ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিনেতা বলেছিলেন এতদিন ইন্ডাস্ট্রিতে থেকেও এখানে তাঁর কোনোবন্ধু নেই। ইন্ডাস্ট্রিতে বন্ধুর থেকে নাকি শত্রু সংখ্যা বেশি। এছাড়া একবার বাংলা সিরিয়ালের জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীকে নিয়েও বেফাঁস  মন্তব্য করে ইতিপূর্বে বিপাকে পড়েছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়।

   

বিপ্লব চ্যাটার্জী,Biplab Chatterjee,বাংলা সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,মহাপীঠ-তারাপীঠ,Mohapith Tarapith,রামপ্রসাদ,Ramprosad

প্রসঙ্গত সদ্য প্রকাশিত হয়েছে অভিনেতার দীর্ঘ দিনের অভিনয় জীবনের কাহিনী অবলম্বনে লেখা আত্মজীবনী ‘আমি বিপ্লব’। এই বইয়ের উদ্বোধনী মঞ্চে উপস্থিত অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জির পক্ষ নিয়ে বলেন, ‘আমি জানি না বিপ্লবদা-কে কেন কাজের সুযোগ দেওয়া হচ্ছে না। আমি অনুরোধ করব সব পরিচালকদের যাতে বিপ্লবদাকে তার যোগ্য মতো কাজ দেন’।

বিপ্লব চ্যাটার্জী,Biplab Chatterjee,বাংলা সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,মহাপীঠ-তারাপীঠ,Mohapith Tarapith,রামপ্রসাদ,Ramprosad

ইতিপূর্বে  স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের একটি অতিথি চরিত্রে অভিনয় দেখা গিয়েছিল বিপ্লব চট্টোপাধ্যায়কে। এরপর আবারও  একবার বাংলা সিরিয়ালে কামব্যাক করতে চলেছেন অভিনেতা। প্রসঙ্গত, খুব শিগগিরই তাঁকে দেখা যাবে স্টার জলসার জিনপ্রিয় সিরিয়ালে ‘রামপ্রসাদে’। ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।

ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম হয়েছে ‘কৈলাসনাথ’। সম্প্রতি চ্যানেলের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও দেখে জানাই আছে ধারাবাহিকে তার চরিত্রের নাম ‘কালিকাপ্রসাদ’। যিনি একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ।

ব্রাহ্মণ ভোজন উপলক্ষ্যে তিনি রামপ্রসাদের বাড়িতে এসেছেন। কিন্তু চারপাশের মানুষের জ্ঞানের অভাব দেখে তিনি ভীষণ বিরক্ত। তবে তিনি আশা রেখেছেন রামপ্রসাদের বাড়িতে কোন ভুল ত্রুটি হবে না। ব্রাহ্মণ ভোজনের সমস্ত নিয়মই নিষ্ঠাভরে  পালন করা হবে বলেই আশা তাঁর। এখন দেখার এই চরিত্রটি আগামী দিনে দর্শকদের মনে কতটা ছাপ ফেলতে পারে।