বলিউডের (Bollywood) স্বঘোষিত চিত্র সমালোচক (Film Critic) তথা অভিনেতা হলেন কমাল রশিদ খান (Kamal Rashid Khan)। নিন্দুকরা আড়ালে তাকে ‘বিতর্কের শিরোমণি’ বলে ডাকেন। দেখতে গেলে বিতর্ক আর KRK যেন সারাক্ষণ একে অপরের হাত ধরাধরি করে চলে। বলিউড ইন্ডাস্ট্রি হোক কিংবা নির্দিষ্ট কোনো অভিনেতা KRK-এর সমালোচনার হাত থেকে নিস্তার নেই কারও।
ভাবখানা এমন যেন সেলিব্রেটিদের সমালোচনা করে তার প্যাশন। সকলের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করাই যেন তার কাজ। মূলত ব্যাক্তিগত আক্রোশ মেটাতেই এই ধরণের আচরণ করে থাকেন এই চর্চিত চিত্র সমালোচক। মাসখানেক আগে পুরনো একটি বিতর্কিত টুইটের কারণে জেলে গিয়েছিলেন KRK। তবে জেল থেকে বেরিয়েই আবার তিনি ফিরে এসেছেন স্বমহিমায়।
জামিন পাওয়ার মাত্র দু’দিনের মধ্যেই আবার সক্রিয় হয়ে ওঠেন কেআরকে (KRK)। নিন্দুকদের হুঁশিয়ারি দিয়ে একেবারে চেনা মেজাজে কে আর কে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন ‘প্রতিশোধ নিতে ফিরে এলাম’। বলিউডের তিন খান শাহরুখ সালমান আমির থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মা,রণবীর কাপুর মনোজ বাজপেয়ী, মৌনি রায় কেউই বাদ যায়নি তার সমালোচনা থেকে।
সম্প্রতি এই তালিকায় জুড়েছে আরও একজন তারকার নাম। তিনি হলেন বলিউডের ‘গ্রিক গড’ বলে পরিচিত হৃত্বিক রোশন (Hrithik Roshan)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেএকটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে হৃত্বিক রোশনের মাথার পিছনে পাতলা হয়ে গিয়েছে চুল। যা দেখে অনুরাগীদের অনেকেই শুরু করে দিয়েছেন হা হুতাশ করা। হৃত্বিকের মাথায় টাক পড়ে যাওয়ায় এমনিতেই মন খারাপ তাঁর অনুরাগীদের। এরই মাঝে হৃত্বিকের সেই ভিডিও নিও মশকরা করতে বসেছিলেন বলিউডের সবচেয়ে চর্চিত চিত্র সমালোচক KRK.
https://twitter.com/kamaalrkhan/status/1581146682037006336?s=20&t=paG9A2eo3Ez6fmuM767iHw
হৃত্বিকের ওই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন ‘হৃত্বিক সেদিন পরচুলটা পরতে ভুলে গিয়েছেন’। পরে অন্য একটা টুইটে KRK লিখেছিলেন একটু ভুল বলেছিলেন তিনি। হৃত্বিক পরচুলটা ঠিকমতো পরতে পারেনি। প্রসঙ্গত বেশ কয়েক বছর আগে ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিংয়ের একটি স্ট্যান্ট করতে গিয়ে দুর্ঘটনার কারণে মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল অভিনেতার। তাই সেসময় অস্ত্র প্রচার করতে হয়েছিল হৃত্বিককে।
সেই কারণেই তাঁর মাথার ওই অংশে দাগ রয়ে গিয়েছে। তাই হৃত্বিক রোশন সম্পর্কে KRK-এর করা এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই এক অনুরাগী KRK-কে পাল্টা আক্রমণ করে লিখেছেন ‘দুর্ঘটনার কারণে হৃত্বিকের মাথায় অস্ত্রোপচার হয়েছিল, সেকারণেই তাঁর মাথার ওই অংশে ওই দাগটি হয়ে গিয়েছে। আপনার মতো ছোট মানসিকতার লোকজনের কাছে এটা মজার মনে হতে পারে। নিজের দৌড় কতবার দেখাবেন!
It happened after the Brain surgery of @iHrithik sir when he got injured.
Tere jese down grade logo ko he ye funny lag sakta hey .apni aukat kitni baar dikhaega bey @iHrithik please sir take some action against him.kuch jyaada bhauk raha ye#HrithikRoshan???? pic.twitter.com/yp0KzsJXfs— ???????????????????????? (@HR_Conscript) October 15, 2022
হৃত্বিক রোশনের কাছে তিনি অনুরোধ করেছেন যাতে এধরণের লোকের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেন। সেইসাথে নিজের কথার সাপেক্ষে প্রমাণ দিয়ে তিনি অভিনেতার অস্ত্রপচারের দুটি ছবিও পোস্ট করেছিলেন। সেই সাথে একজন ঋত্বিকের পাশে দাঁড়িয়ে বলেছেন ‘উনি যেমনই হোক না কেন এখনও হট’। আপনি নিজের দিকে দেখুন। ‘ আবার একজন লিখেছেন ‘মাথায় অস্ত্রোপচারের কারণেই ওঁর এটা হয়েছিল, বোকা লোকেরাই এটা নিয়ে মজা করেন। লেজেন্টদের নিয়ে মজা করে নিজের TRP বাড়ানোর চেষ্টা করবেন না। আপনি ওঁর ১ শতাংশও ধারেকাছে নেই’।