বছরভর দর্শকদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মেগা সিরিয়াল। অবসর সময়ে এই সিরিয়াল দেখেই মনের ক্লান্তি দূর করেন দর্শকরা। তাই সিরিয়াল প্রেমীদের কাছে এই সিরিয়াল মানেই রীতিমতো স্ট্রেস বাস্টারের কাজ করে। দর্শকদের পছন্দের এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ধূলোকণা (Dhulokona)। লীলা গাঙ্গুলির লেখা তারকাখচিত এই সিরিয়ালে নায়িকা ফুলঝুড়ির (Fuljhuri) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে।
তবে শুধু নায়িকা ফুলঝুড়িই নয়, সিরিয়ালে আরও একাধিক প্রিয় চরিত্র রয়েছে সিরিয়ালে। এখন সব সিরিয়ালেই শেষ কথা বলে টি আর পি (TRP)। আর ইদানীং টি আর পি চার্টেও ভালোই নাম্বার পাচ্ছে ধূলোকণা। তাই দর্শকদের চাহিদা মেটাতে মাঝে মধ্যেই নিত্যনতুন চমক আনা হয় সিরিয়ালে। ইতিপূর্বে একাধিকবার ফুলঝুড়িকে বিপদে ফেলতে চড়ুইয়ের একঘেয়ে ষড়যন্ত্র দেখে হাঁপিয়ে উঠেছিলেন দর্শক।
তাই এবার সিরিয়ালে এসেছে নতুন চরিত্র। শোনা যাচ্ছে তার সাথেই বিয়ে হতে চলেছে ফুলঝুড়ির মিনি (Mini) দিদির। আসলে সদ্য এই সিরিয়ালে এন্ট্রি নিয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা দেবোত্তম মজুমদার (Debottam Majumdaar)। এখানে তার নাম দেবমাল্য। ইতিমধ্যেই দেখা গিয়েছে মিনিকে গুন্ডাদের হাত থেকে বানিয়েছে সে। এরপর মিনিকে মিষ্টি খায়নোর অজুহাতে তার ঠিকানা জেনে তাকে বাড়ি পৌঁছে দিয়ে যায় সে।
প্রসঙ্গত এই সিরিয়ালেই তানের বৌয়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জী (Ipshita Mukherjee)। তাই সিরিয়ালে মিনি অর্থাৎ অভিনেত্রী প্রীতি বিশ্বাসের তার সম্পর্ক দেখানো হলেও দর্শকদের নজর কিন্তু অন্যদিকে। আসলে ২০১১ সালে “কেয়া পাতার নৌকো”(Keya Patar Nouka) ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা দেবোত্তম মজুমদার এবং অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জি।
তাই এই সিরিয়ালের হাত ধরেই পাওয়া কিরণ-সোনাবাবুর (Kiran Sona Babu) জুটির কথা ভোলেননি দর্শক।সেই থেকেই অভিনেতা দেবোত্তম মজুমদার এবং অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জি’র জুটি আজও দর্শকের কাছে খুব প্রিয় এই জুটি। ধারাবাহিকে দেবোত্তম-ঈপ্সিতা’কে জুটি হিসাবে দেখতে না পেলেও, দীর্ঘ প্রায় ১১ বছর একই ধারাবাহিকে তাদের দেখতে পেরে বেজায় খুশি দর্শক।