• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্যাটরিনার পর এবার তার বোন ইসাবেলের দিকে নজর সলমনের! প্রেম নিয়ে জল্পনা তুঙ্গে

২০০৩ সালে ‘বুম’ ছবিতে অমিতাভ বচ্চন (Amitabh bachchan), গুলশন গ্রোভারের মতাে অভিনেতাদের সঙ্গে ও ২০০৪ সালে দক্ষিণী ছবি “মল্লিশওয়ারী’-তে অভিনয় দিয়েই বলিউড (Bollywood) জগতে পা রেখেছিলেন মোহময়ী ক্যাটরিনা কাইফ (katrina kaif)। শাহরুখ থেকে আমির হোক বা অক্ষয় কুমার, জমিয়ে কাজ করেছেন ক্যাটরিনা এবং এখনও সমানতালে কাজ করে যাচ্ছেন বলিপাড়ায়। কেরিয়ারের মাঝামাঝি সময়ে ক্যাটরিনা ভালােবাসার সম্পর্কে জড়ান সলমন (salman khan)খানের সঙ্গে। যদিও দীর্ঘ সময় যাবৎ প্রেমের পরেও টেকেনি তাঁদের সম্পর্ক। দীর্ঘদিন ধরে মুখ দেখাদেখিও বন্ধ ছিল তাঁদের!

বর্তমানে অতীত ভুলে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন তারকা অভিনেতা ও অভিনেত্রী। বিচ্ছেদের পর রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ক্যাটরিনা। যদিও সে সম্পর্কও টেকেনি বেশিদিন। পাশাপাশি হুবহু ক্যাটরিনার মতাে আদবকায়দাসম্পন্ন জরিন খানকে বলিউডে লঞ্চ করেন সলমন। সেসব কান্ড এখন শুধুই ইতিহাস। সাম্প্রতিক বলিসূত্র বলছে, ক্যাটরিনার বােন ইসাবেলে মজেছেন ভাইজান। সম্প্রতি ইসাবেল কাইফ বলিউডে পা রেখেছেন মিউজিক ভিডিও ‘মাশাআল্লা’-র মাধ্যমে। দীপ মনির জাদুতে ইতিমধ্যেই হিট এই গান। উক্ত ভিডিও নিয়েই বলিউডে শুরু হয়েছে জল্পনা।

   

গসিপপ্রেমীরা বলছেন, এবার নাকি ক্যাটরিনার বােনের দিকে আকর্ষিত হয়েছেন সল্লু ভাই। ভাইজান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইসাবেলের ভিডিও শেয়ার করে প্রশংসা করেছেন ক্যাটরিনার বোনের। সলমন ক্যাপশনে লিখেছেন, “আরে কি সুন্দর দেখাচ্ছে তােমায়। গানটাও অসাধারণ। অনেক শুভেচ্ছা তোমাকে।” আর এই কয়েকটি শব্দই এখন বলিমহলে আলোড়ন তুলেছে। অনেকেরই বক্তব্য, এবার হয়তো ইসাবেলের সঙ্গেই জড়াবেন সলমন। সােশ্যাল মিডিয়াতে যথারীতি ভঙ্গিমায় চর্চা শুরু করে দিয়েছেন নেটিজেনরা।