আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে কার যে কখন কপাল খুলে যায় বলা মুশকিল। তবে এই সোশ্যাল মিডিয়ার জন্যই আমরা ‘বাদাম কাকু’ ভুৱন বাদ্যকরকে (Bhuban Badyakar) পেয়েছিলাম। আর আজ তিনি বাদাম বিক্রেতা থেকে শিল্পী হয়ে উঠেছেন নেটিজেনদের ভালোবাসায়। তবে এবার বাদাম নয় খোঁজ মিলল এক মাছ বিক্রেতা কাকুর। তিনিও বাদ্যকর, নাম কুশল বাদ্যকর (Kushal Badyakar)। আর এবার ভুবনবাবুর মত তিনিও গান ধরেছেন নিজের মাছের ব্যবসা নিয়ে।
একসময় কাঁচা বাদাম (Kacha Badam) বিক্রির জন্যই ছড়াকেটে গান বানিয়েছিলেন ভুবন বাদ্যকর। সেই গানই আজ তাকে নাম যশ খ্যাতি সব এনে দিয়েছে। তাঁর দেখাদেখি অনেকেই ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছেন। তেমনি এবার কুশালবাবুও মাছ নিয়েই গান ধরেছেন, ‘মাছ নেবেন দাদা মাছ নেবেন’ (Mach Neben Dada Song)।
কুশলবাবু বীরভূমের নয় বরং দুর্গাপুরের শোভাপুরের বসুন্দা। পেশায় একজন মাছ বিক্রেতা তিনি, মাছ বেঁচেই তার সংসার চলে। নিজের সাইকেলের পিছনে মাছের ঝুড়ি নিয়ে ঘুরে ঘুরেই মাছ বিক্রি করেন তিনি। তাছাড়া পারিবারিক সূত্রে গান বাজনার চল রয়েছে তাদের। দাদু ছিলেন খোল বাদক, বাবা বেহালা বাজাতেন। তাই একপ্রকার সুর আর তালের জ্ঞান যে তিনি পেয়েছেন সেটা বলাই যায়।
ছোট থেকে গানের পরিবেশে বড় হয়ে উঠে তাই এবার ব্যবসাতেও গানের প্রতিভভাকে কাজে লাগাতে চাইছেন তিনি। যেমন ভাবনা তেমনি কাজ। মাছ নিয়েই আস্ত গান বানিয়ে ফেলেছেন কুশলবাবু। আর তাতে শুধু বিক্রির জন্য আকর্ষণীয় লাইন নয় মাছ রান্নার গোটা রেসিপিটি বাতলে দিয়েছেন তিনি।
কুশল বাদ্যকরবাবুর এই মাছ নিয়ে গানের ভিডিও ক্যামেরাবন্দি করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। আর এমন একটা গানের ভিডিও ভাইরাল হতেও শুরু করেছে ধীরে ধীরে। আশা করা হচ্ছে তিনিও বাদামকাকুর মতই ভাইরাল হবেন। সেটা হলে আদতে ডাবল ফায়দা, একদিকে যেমন বিক্রি বাড়বে তেমনি নামটাও হবে।
প্রসঙ্গত, কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরের এখন ব্যাপার স্যাপারই আলাদা। বাদাম বিক্রি ছেড়ে গান গেয়ে শিল্পী হয়ে গিয়েছেন তিনি। স্বপ্নের বাড়ি, চার চাকা গাড়ি থেকে আইফোন ১৩ সবই করে ফেলেছেন তিনি। এখন বিভিন্ন অনুষ্ঠান থেকে ডাক আসে তাঁর। এছাড়াও মিউজিক ভিডিওতে কাজ করেন। সম্প্রতি অভিনয়েও নাম লিখিয়েছেন ভুবনবাবু, সামনেই অনুষ্ঠিত হবে তাঁর প্রথম যাত্রা পালা।