প্রত্যেক বছরের মতো এবছরেও জি বাংলার (Zee Bangla) পর্দায় আসছে সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩ (Zee Bangla Sonar Songsar Award 2023)। বছরভর বাংলা সিরিয়ালে (Bengali Serial) যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের দেখা যায় তাদের মধ্যে থেকেই সেরার সেরাদের পুরস্কৃত করা হয় এই অ্যাওয়ার্ড ফাংশনের মধ্যে দিয়ে। এই তালিকায় বাংলা সিরিয়ালের পাশাপাশি থাকে জনপ্রিয় সব নন ফিকশন রিয়ালিটি শো গুলিও।
গত মাসের প্রথমদিকেই প্রকাশ্যে এসেছিল সোনার সংসারের প্রথম প্রোমো। এরইমধ্যে বৃহস্পতিবার ব্যাট থেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় ছড়িয়ে পড়েছে চলতি বছরের অ্যাওয়ার্ড ফাংশনের কয়েক ঝলক। জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতেই বসেছিল জি বাংলা সোনার সংসার অ্য়াওয়ার্ড ২০২৩-এর জমকালো আসর।
টিভির পর্দায় দর্শকরা নিয়মিত যেসব তারকাদের দেখতে পান এদিন প্রায় তাঁদের সকলের উপস্থিতিতেই বসেছিল একেবারে চাঁদের হাত। এখনও পর্যন্ত এই অনুষ্ঠান সম্প্রচারের দিনক্ষণ সামনে না এলেও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার পাতায় ঘোরাফেরা করছে অ্য়াওয়ার্ড ফাংশনের বিজয়ীদের একটি তালিকা।
যা থেকে জানা যাচ্ছে এবছর মিঠাই সিদ্ধার্থকে হারিয়ে ‘সেরা জুটি’র পুরস্কার ছিনিয়ে নিয়েছে জগদ্ধাত্রী-স্বয়ম্ভু। যা স্বভাবতই মেনে নিতে পারছেন না মিঠাই ফ্যানরা। তাই চ্যানেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার পাতায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকদের একটা বড় অংশ।
তাঁদের দাবি ২ বছরের পুরনো জুটি হলেও মিঠাই সিদ্ধার্থের জনপ্রিয়তার ধরে কাছে আজ অবধি পৌঁছতে পারেনি কেউ। তাই জগদ্ধাত্রী-স্বয়ম্ভুকে সেরা জুটির পুরস্কার দেওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মিঠাই ভক্তরা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে জগদ্ধাত্রী ফ্যানদের দাবি সিড-মিঠাই ২ বছরে নিজেদের প্রতি হাতে গুণে ভালোবাসা জাহির করেছে। অন্য দিকে স্বয়ম্ভু বউকে সারাক্ষণ ভালোবাসার কথা বলে। তাই সেরা জুটি তাদেরই পাওয়া উচিত।
তবে জানা যাচ্ছে ‘সেরা জুটি’ না হলেও প্রিয় নায়ক-নায়িকার পুরষ্কার পেয়েছেন সকলের প্রিয় সিড-মিঠাই। এছাড়া জানা যাচ্ছে এবছর মোট ৫টি পুরস্কার জিতেছেন মিঠাইরানির মোদক পরিবার। অন্যদিকে জগদ্ধাত্রীর ঝুলিতে গিয়েছে মোট ৯টি পুরস্কার। আর জি বাংলার অপেক্ষাকৃত নতুন সিরিয়ালের তালিকায় থাকা নিম ফুলের মধু শুরুতেই ছক্কা হাঁকিয়ে পেয়েছে ৪টি পুরস্কার। এখন শুধু ফলাফল অফিসিয়ালি সামনে আসার অপেক্ষা।