• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আদরের রাত পার হতেই মৃত্যু ইশানের! TRP থাকলেও প্রকাশ্যে ‘গৌরী এলো’ শেষ হওয়ার সম্ভাবনা

Updated on:

Gouri Elo Ishaan might Die after Mohamilon with Gouri Big twist coming

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) মধ্যে অন্যতম বিজ্ঞান আর ধর্মের মিশেলে তৈরি ‘গৌরী এলো’ (Gouri Elo)। এই সিরিয়ালের নায়ক নায়িকা ইশান-গৌরীকে (Ishaan-Gouri) নিয়ে দর্শকদের মাথা ব্যাথার শেষ নেই।

এতদিনে দর্শকরা সকলেই জেনে গিয়েছেন সিরিয়ালের প্লট অনুযায়ী নায়ক-নায়িকা ঈশান-গৌরী হর পার্বতীর মানব রূপ। আর তাই ঘোষাল বাড়ি কূলদেবী স্বয়ং মা ঘোমটা কালীর আশীর্বাদে মাঝেমধ্যেই নানান ধরনের অলৌকিক সব ঘটনার সাক্ষী হয়েছেন দর্শক।

জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,গৌরী এলো,Gouri Elo,ইশান,Ishaan,মৃত্যু,Death,গৌরী,Gouri,ট্রোল Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,টিআরপি,TRP,শেষের গুঞ্জন,Air Of Rumour

আর ধর্মের নামে বাংলা সিরিয়ালে এইভাবে আজগুবি সব ঘটনা দেখিয়ে ইতিপূর্বে বহুবার দর্শকদের একাংশের ক্ষোভের মুখে পড়েছেন এই সিরিয়ালের নির্মাতারা। এমনকি প্রকাশ্যে বহুবার জানানো হয়েছে ধর্ম নিয়ে এইভাবে ছেলে খেলা করতে থাকলে আগামী দিনে কেউ আর এই সিরিয়াল দেখবে না।

জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,গৌরী এলো,Gouri Elo,ইশান,Ishaan,মৃত্যু,Death,গৌরী,Gouri,ট্রোল Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,টিআরপি,TRP,শেষের গুঞ্জন,Air Of Rumour

সম্প্রতি ধারাবাহিকের এমনই  একটি পর্ব ঘিরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি দেখা গিয়েছে ঘোষালবাড়ির প্রচলিত কথা অনুযায়ী ইশান-গৌরীর মহামিলনের সময়েই খসে পড়েছে ঘোমটা কালীর ঘোমটা। যা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ছি ছি রব উঠেছিল।

জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,গৌরী এলো,Gouri Elo,ইশান,Ishaan,মৃত্যু,Death,গৌরী,Gouri,ট্রোল Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,টিআরপি,TRP,শেষের গুঞ্জন,Air Of Rumour

ধর্মকেন্দ্রিক পারিবারিক বাংলা সিরিয়ালে এই ধরনের নোংরামি দেখানোয় ক্ষোভে ফুঁসে উঠেছিলেন নেট জনতা। অন্যদিকে চোখের সামনে এমন অলৌকিক ঘটনা ঘটতে দেখে ঘোষাল বাড়ির প্রত্যেক সদস্যদের কাছে এখন  স্পষ্ট হয়ে গিয়েছে ইশান-গৌরীই আসলে দেবদেবীর অংশ। আর কিছুই নন শৈলমা। তিনি আদতে একজন সাধারণ মানুষ।

জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,গৌরী এলো,Gouri Elo,ইশান,Ishaan,মৃত্যু,Death,গৌরী,Gouri,ট্রোল Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,টিআরপি,TRP,শেষের গুঞ্জন,Air Of Rumour

আর তাতেই একেবারে টেলি বেগুনে জ্বলে উঠেছে ভন্ড শৈলমা। তাই যে নির্জন গ্রামে ইশান-গৌরী রয়েছে সেখানেই সে এক বদমাশ কাপালিককে পাঠিয়েছে, ইশানকে প্রাণে মেরে ফেলার জন্য। গত পর্বেই দেখা গিয়েছে পাহাড়ের চূড়া থেকেই ইশানকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ওই কাপালিক।

জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,গৌরী এলো,Gouri Elo,ইশান,Ishaan,মৃত্যু,Death,গৌরী,Gouri,ট্রোল Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,টিআরপি,TRP,শেষের গুঞ্জন,Air Of Rumour

আর এতেই ইশানের মৃত্যুর হয়েছে ভেবে ভয়ে আঁতকে উঠেছেন দর্শকরা। কারো প্রশ্ন ‘ইশানই তো সিরিয়ালের প্রধান নায়ক। সে যদি মারা যায়,তাহলে কি এই সিরিয়াল শেষ হয়ে যাবে’? আবার কারও প্রশ্ন ‘সত্যিই কি মারা গিয়েছেন ডাক্তার ইশান ঘোষাল’? সেই সাথে ধর্ম নিয়ে লাগাতার এইভাবে ছেলে খেলা করার বিরুদ্ধেও ক্ষোভে ফেটে পড়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥