• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৬ সন্তান থাকতেও বুড়ো বয়সে দেখে না কেউ! একাকী দিন কাটাচ্ছেন ধর্মেন্দ্র-হেমা, মুখ খুললেন অভিনেতা

Published on:

After having 6 kids Dharmendra and Hema Malini stays alone, reveals actor

বলিউডে এমন বহু জুটি রয়েছেন যারা শুধুমাত্র অন স্ক্রিন নন, অফ স্ক্রিনেও স্বামী-স্ত্রী। দর্শকদেরও তাঁদের রসায়ন খুব পছন্দের। এমনই একটি জুটি হল ধর্মেন্দ্র (Dharmendra) এবং হেমা মালিনীর (Hema Malini) জুটি। বি টাউনের এই দুই তারকা জুটি একসঙ্গে বহু সুপারহিট সিনেমায় কাজ করেছেন।

বলিউডের ইতিহাসের এই সেরা জুটির প্রথম আলাপও কাজের সূত্রেই। একসঙ্গে কাজ করার সূত্রেই ‘ড্রিম গার্ল’কে দেখে মন হারিয়েছিলেন বিবাহিত অভিনেতা। প্রেম গাঢ় হওয়ার পর সাত পাক ঘোরেন দু’জনে। প্রথম স্ত্রী’কে ছেড়ে ধর্মেন্দ্র থাকতে শুরু করে বলি সুন্দরীর সঙ্গে।

Dharmendra and Hema Malini

বি টাউনের এই দুই তারকা গত তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন। কোটি কোটি অনুরাগী তাঁদের অভিনয়ের ফ্যান। তবে সম্প্রতি ধর্মেন্দ্র এবং হেমাকে নিয়ে এমন একটি সংবাদ সামনে এসেছে, যা শুনে বেশ কষ্টই পেয়েছেন বলিউডের এই তারকা জুটির অনুরাগীরা।

আসলে দুই পক্ষ মিলিয়ে ধর্মেন্দ্রর যে ৬জন সন্তান রয়েছে, তা অনুরাগীদের অজানা নয়। তবে এত সন্তান থাকা সত্ত্বেও এখন বুড়ো বয়সে একাকী দিন কাটাচ্ছেন বলিউডের এই তারকা দম্পতি। সানি দেওল থেকে শুরু করে ববি দেওল হয়ে ঈশা এবং অহনা দেওল- তারকা জুটির কোনও সন্তানই বার্ধক্যকালে তাঁদের দায়িত্ব নেয়নি!

Dharmendra and Hema Malini

ধর্মেন্দ্র এবং হেমা বার্ধক্য জীবনে এসে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তা জেনে বেশ কষ্ট পেয়েছেন অনুরাগীরা। অনেকে তাঁদের সন্তানদেরও নানান কটু মন্তব্য করেছেন। তবে এবার এই বিতর্কে মুখ খুলেছেন স্বয়ং ধর্মেন্দ্র।

Dharmendra

সম্প্রতি এই বিষয়ে বলিউডের এই কিংবদন্তি অভিনেতা বলেন, ‘আমি এখন জীবনের এমন একটি পর্যায়ে চলে এসেছি যেখানে আমার স্রেফ শান্তির দরকার। আর সেই কারণেই আমি আমার স্ত্রীয়ের সঙ্গে পশু পাখিদের নিয়ে আমার ফার্ম হাউসে থাকি’। ধর্মেন্দ্রর কাজের দিক থেকে বলা হলে, গত বেশ কয়েক বছর ধরে বলিউডের থেকে দূরে সরে রয়েছেন অভিনেতা। সেই সঙ্গেই শান্তির খোঁজে নিজের পরিবারের থেকেও দূরেই থাকছেন বলিউডের ‘হি ম্যান’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥