• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেরুদন্ডহীন নায়িকা! বারবার অপমানিত হয়েও লজ্জা নেই, গুড্ডিকে চড় খেতে দেখে বেজায় খুশি দর্শকেরা

এই মুহূর্তে স্টার জলসার অন্যতম চর্চিত একটি মেগা সিরিয়াল হল ‘গুড্ডি’ (Guddi)। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির এই সিরিয়াল নিয়ে দর্শকমহলে আলোচনার শেষ নেই। এই সিরিয়ালের নায়ক অনুজের (Anuj) সাথে দুই নায়িকা গুড্ডি আর শিরিনের (Shirin)পরকীয়া নিয়ে দর্শকদের বিরক্তির শেষ নেই। একসময় তাদের ত্রিকোণ প্রেম দেখে খেপে উঠেছিলেন দর্শক।

খোলামেলা ভাবে সিরিয়ালে পরকীয়ার (Extra Maratial Affair) মতো বিষয় প্রমোট করতে দেখে ইতিমধ্যেই বহুবার দাবি উঠেছে সিরিয়াল বন্ধের। তাই একপ্রকার বাধ্য হয়েই ধারাবাহিকের মোড় ঘুরিয়েছিলেন লেখিকা লীনা গাঙ্গুলী। বেশ কিছুদিন আগে কায়দা করেই সিরিয়ালে এন্ট্রি হয়েছিল নতুন চরিত্র যুধাজিৎ (Judhajit)-এর।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,গুড্ডি,Guddi,শিরিন,Shirin,অনুজ,Anuj,যুধাজিৎ,Judhajit,দর্শক,Audience,সোশ্যাল মিডিয়া,Social Media

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে যুধার সাথে বিয়ের পিঁড়িতেও বসেছিল গুড্ডি। কিন্তু বিয়ে সম্পন্ন হওয়ার আগেই জানা যায় অনুজের গাড়ির মারাত্নক অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে গুড্ডির বিয়ে হয়ে যাওয়ায় মনের দুঃখে নিজেই নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল অনুজ। ওদিকে একথা শুনে বিয়ের মণ্ডপ ছেড়েছিল গুড্ডিও।

মারাত্মক অ্যাক্সিডেন্টের পর অনুজের প্রাণ সংশয় দেখা গিয়েছিল। তখন যুধাজিৎ-কে সঙ্গে স্যারজির সাথে দেখা করতে হাসপাতালেও এসেছিল গুড্ডি। তার আগেই অনুজ শিরিনের কাছে মুক্তি চেয়ে ডিভোর্স চেয়েছিল। তাই গুড্ডি হাসপাতালে আসতেই তাকে কষিয়ে চর মেরেছিল শিরিনের মা। আর অদ্ভুতভাবে কোনো সিরিয়ালে এই প্রথম নায়িকাকে চোর খেতে দেখে খুশিও হন দর্শকদের একটা বড় অংশ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গুড্ডি,Guddi,শিরিন,Shirin,অনুজ,Anuj,যুধাজিৎ,Judhajit,দর্শক,Audience,সোশ্যাল মিডিয়া,Social Media

সত্যি কথা বলতে এই ভাবে দিনের পর দিন গুড্ডি আর অনুজকে দু নৌকায় পা দিয়ে চলতে দেখে ভীষণ বিরক্ত দর্শকদের একটা বড় অংশ। তাই এবার সবার সমস্ত সহানুভূতি এসে পড়েছে শিরিনের ওপর।  তাই বাংলা সিরিয়ালে এই প্রথমবার কোনো নায়িকাকে চড় খেতে দেখে রাগের বদলে খুশিই হচ্ছেন দর্শক।

তাই সোশ্যাল মিডিয়ায় এখন উল্টে গুড্ডির ওপরেই ক্ষোভ উগরে দিয়ে কেউ লিখছেন ‘তোর জন্য হয়েছে সবকিছু’, তো কেউ লিখেছেন ‘উফ কি শান্তি! নায়িকাকে চড় খেতে দেখে এই প্রথম এত আনন্দ হচ্ছে’।

site