• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও হিন্দু দেবতার অপমান! নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়েরের পর, কুয়েতে ব্যান হল ‘Thank God’

Published on:

After FIR Ajay Devgan Sidharth Malhotra movie Thank God banned in Kuwait

রিলিজের আগেই একাধিক বিবাদে জড়িয়ে পড়ল অজয় দেবগণ (Ajay Devgan), সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra), রাকুল প্রীত সিং অভিনীত ছবি ‘থ্যাঙ্ক গড’ (Thank God)। সম্প্রতি এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। তা দেখে দর্শকদের একাংশের বেশ ভালো লাগলেও, একাংশ আবার বেশ চটেও গিয়েছেন। ছবির বিরুদ্ধে চুরি থেকে হিন্দু দেবতার অপমানের অভিযোগও উঠেছে। তবে এবার আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে এই সিনেমা।

আসলে ছবির ট্রেলারে চিত্রগুপ্তকে বেশ মডার্নভাবে দেখানো হয়েছে। তাঁকে বিভিন্ন ধরণের জোকসও বলতে দেখা যায়। আর সেগুলিই ভালোলাগেনি দর্শকদের একাংশের। আর এই কারণেই ‘থ্যাঙ্ক গড’এর বিরুদ্ধে উঠেছে হিন্দু দেবতাকে অপমানের মতো গুরুতর অভিযোগ।

Thank God movie

অজয়-সিদ্ধার্থের ছবির বিরুদ্ধে জৌনপুরের আইনজিবী হিমাংশু শ্রীবাস্তব এফআইআর’ও দায়ের করেছেন। তাঁর পিটিশনে বলা হয়েছে, ‘চিত্রগুপ্তকে কর্মের দেবতা বলে মানা হয়।  উনি একজন মানুষের ভালো এবং খারাপ কাজের রেকর্ড রাখেন। আর সেই দেবতাকে এমনভাবে দেখানোয় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে’।

হিমাংশুর পিটিশনে অজয়ের বিরুদ্ধে ‘থ্যাঙ্ক গড’এ ‘খারাপ জোকস’ বলা এবং আপত্তিকর ভাষা প্রয়োগের অভিযোগও তোলা হয়েছে। প্রসঙ্গত, সংশ্লিষ্ট পিটিশনে মান সিং, বিনোদ শ্রীবাস্তব-সহ আর বেশ কয়েকজনের নাম অভিযোগকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

Thank God movie

‘থ্যাঙ্ক গড’এর বিরুদ্ধে অবশ্য শুধুমাত্র এই একটি অভিযোগই নয়, এছারাও ‘হিংসা ছড়ানো’ এবং টিআরপি’র জন্য আপত্তিকর দৃশ্য দেখানোর অভিযোগও আনা হয়েছে। সব মিলিয়ে ছবিটি রিলিজের আগেই বড় রকমের আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে।

অবশ্য শুধু এই একটি সমস্যাই নয়, ‘থ্যাঙ্ক গড’ আবার কুয়েতে ব্যানও করে দেওয়া হয়েছে। ‘চুপ’, ‘গুডবাই’, ‘ধোকাঃ রাউন্ড ডি কর্নার’সহ বেশ কিছু ছবিকে সেদেশে দেখানোর অনুমতি দেওয়া হলেও, অজয়-সিদ্ধার্থের ছবিকে সেই অনুমতি দেওয়া হয়নি। সেই কারণেও বেশ চিন্তায় পড়েছেন ছবির নির্মাতারা। উল্লেখ্য, আগামী ২৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কমেডি ঘরানার ‘থ্যাঙ্ক গড’ সিনেমাটি। এবার দেখার, রিলিজের পর বিতর্ক ইন্দ্র  কুমার পরিচালিত ছবির পিছু ছাড়ে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥