বাঙালির অবসর যাপনের অন্যতম উপাদান হল সিরিয়াল। তাই প্রতিদিন সন্ধ্যা হতেই পছন্দের সিরিয়াল দেখতে টিভির রিমোর্ট নিয়ে সবাই মিলে বসে পড়েন টিভির সামনে। আর সিরিয়ালের প্রিয় তারকাদের টিভির পর্দায় না দেখা পর্যন্ত গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের। সকলের পছন্দের এমনই একটি মেগা সিরিয়াল হল জি বাংলার ‘কড়ি খেলা’ (Kori Khela)।
এমনিতে দর্শকদের মধ্যে বিশেষ করে বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে একটি প্রচলিত মিথ আছে যে বাংলা সিরিয়াল মানেই শ্বাশুড়ী বৌমার ঝগড়া আর কূটকচালি। সেই প্রচলিত মিথকে ভেঙে এক নতুন মোড়কে সম্পর্কের রসায়ন নিয়ে হাজির হয়েছে অপূর্ব পারমিতার সংসার। দুজন মধ্য বয়স্ক নারী পুরুষের দ্বিতীয় বার বিয়ে এবং সংসার করা নিয়ে শুরু হয় এই ধারাবাহিক।
এই ধারাবাহিকে পারমিতার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায় (Sriparna Roy) এবং অপূর্বর চরিত্রে অভিনয় করছেন আনন্দ ঘোষ (Ananda Ghosh)। সিরিয়ালের প্লট অনুযায়ী পারমিতা ও অপূর্ব দু’জনেই নিজেদের স্বামীও স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিয়ে করেছেন। পারমিতার একটি ছেলে রয়েছে আর অপূর্বর রয়েছে দুই মেয়ে।
দুর্গা পুজো শেষ হয়েছে গত সপ্তাহেই। কিন্তু পুজোর আমেজকে বজায় রেখেই জি বাংলার একাধিক সিরিয়ালে এখনও চলছে দুর্গা পুজো। ব্যাতিক্রম নয় কড়ি খেলাও। এই সিরিয়ালে দুর্গাপুজো উপলক্ষে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে পারোমিতা বাড়ির বাচ্চাদের নিয়ে মহিষাসুরমর্দিনীর আয়োজন করেছে।
সেখানেই ছোট্ট গুঞ্জা কে সাজানো মা দুর্গার বেশে। তাঁর মাথায় লম্বা চুল, লালের ওপর সোনালি জড়ির কাজ করা শাড়ি আর গা ভর্তি গয়না। তবে পাশ দিয়েই তাকে ডায়লগ বলে দেওয়া হচ্ছে সেগুলো শুনেই সবটা বলছে গুঞ্জা। এসবের মধ্যে অসুর সেজে হাজির করানো হয় কুট্টুস কে। মঞ্চে আসতে আসতেই সে অসুরের মতো হা হা করে হেসে ওঠে। যা শুনে বাড়ির বাকি সদস্যরাও হেসে গড়িয়ে পড়েন। এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা দারুণ প্রশংসাও করেছেন।