• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেম করে বিয়ে, একবছর যেতেই সম্পর্ক শেষ! নতুন প্রেমিকায় মজেছেন ‘সারেগামাপা’ খ্যাত দুর্নিবার

মাত্র দেড় বছর। হ্যাঁ, এটুকু সময়ই স্থায়ী হয়েছিল জনপ্রিয় গায়ক দুর্নিবার সাহা (Durnibar Saha) এবং মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Meenakshi Mukherjee) বিয়ে। বিয়ের এক বছর হতে না হতেই সংসারে ভাঙন ধরে। ভেঙে যায় বিয়ে। শোনা গিয়েছিল, গায়কের জীবনে নতুন প্রেম এসেছে। আর নতুন নারীর প্রবেশের কারণেই ভেঙেছে মীনাক্ষীর সঙ্গে সংসার। তবে এতদিন পর্যন্ত এগুলো শুধুই জল্পনা এবং গুঞ্জন ছিল। তবে এবার প্রকাশ্যেই সবটা স্বীকার করে নিলেন দুর্নিবারের চর্চিত প্রেমিকা।

এতদিন ধরে সকল গণমাধ্যমে চাপা গুঞ্জন শোনা যাচ্ছিল, এক সেলিব্রিটি ম্যানেজারের সঙ্গে মন দেওয়া নেওয়া হয়েছে জনপ্রিয় গায়কের। তবে সেই প্রেমের কথা স্বীকার করেননি কেউই। দুর্নিবারের পরকীয়া নিয়ে চর্চাও নেটিজেনদের মধ্যে কম হয়নি। তবে এবার সেই সকল চর্চায় ইতি টানলেন গায়কের সেই চর্চিত প্রেমিকা।

   

Durnibar Saha

মীনাক্ষীর সঙ্গে বিয়ে ভাঙার পর দুর্নিবার যে নারীর প্রেমে পড়েছেন, তাঁর নাম হল ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। পেশায় সত্যিই তিনি সেলিব্রিটি ম্যানেজার। টলিপাড়ার ‘ইন্ডাস্ট্রি’সম এক তারকার ম্যানেজার তিনি। সেই ঐন্দ্রিলাই রবিবার ভোররাত নাগাদ ফেসবুকে গায়ককে জড়িয়ে একটি ছবি শেয়ার করে তাঁদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে নেন।

Oindrila Sen confirms her relationship with singer Durnibar Saha

‘বেশ করেছি, প্রেম করেছি, করবই তো’ ধরণে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে ঐন্দ্রিলা এদিন লিখেছেন, ‘তুমি যখন আশেপাশে থাকো জীবনটা তখন বেশ সুন্দর মনে হয়।  ধন্যবাদ আমার জীবনে এসে সেটাকে এত সুন্দর করে তোলার জন্য। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি’।

Durnibar Saha and Oindrila Sen

এরপরই গণমাধ্যমগুলিকে উদ্দেশ্য করে ‘অ্যানাউন্সমেন্ট অ্যালার্ট’ দিয়ে দুর্নিবার-প্রেমিকা লেখেন, ‘সকল গণমাধ্যমগুলির জন্য রইল। ও আমার, চিরকালের জন্য এবং সারা জীবনের জন্য। এবার আসল গল্পটা লিখুন’।

Durnibar Saha comment

প্রেমিকার মাখো মাখো পোস্টে জবাব দিয়েছেন দুর্নিবারও। গায়ক লিখেছেন, ‘ভাগ্য… এটুকুই বলব শুধু। আমি তোমায় ভালোবাসি (তবে মনে রেখো, আমি তোমায় বেশি ভালোবাসি)’। কীভাবে দু’জনের আলাপ, প্রেম পর্বের শুরু তা কিছুই এখনও জানা যায়নি। তবে প্রেম যে বেশ জমে উঠেছে। তা বুঝতে কোনও অসুবিধা হয় না।

Durnibar Saha,Durnibar Saha girlfriend,Durnibar Saha and Oindrila Sen,Meenakshi Mukherjee,Tollywood,entertainment,দুর্নিবার সাহা,মীনাক্ষী মুখোপাধ্যায়,ঐন্দ্রিলা সেন,দুর্নিবার সাহা এবং ঐন্দ্রিলা সেন,টলিউড,বিনোদন

দুর্নিবার ২০১৭ সালে প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন। এরপর গত বছর, অর্থাৎ ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে সামাজিকভাবে গাঁটছড়া বাঁধেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই বিয়েতে ভাঙন ধরে। কয়েক মাস ধরে আলাদা থাকছিলেন তাঁরা। তবে এখনও তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে কিনা তা জানা যায়নি।