• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লিপস্টিক বিয়ের পর এবার ট্রেন্ডে  নিজেই নিজেকে সিঁদুর পরিয়ে বিয়ে! ট্রোলের মুখে লীনা  গাঙ্গুলি

Published on:

After Dhulokon's Lipstick marriage Guddi's self marriage trolled on social media

অবসর সময়ে সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশী সকলেই। আর বাংলা সিরিয়ালে (Bengali Serial) বেশি টিআরপিরর লোভে গল্পের গরু গাছে ওঠার বিষয়টি নতুন নয় একেবারেই। আর এই কারণেই একটা সিরিয়াল শুরু হয় যে বিষয় নিয়ে গল্প এগোনোর সাথে তার সাথে মিল থাকে না ধারাবাহিকের।

স্টার জলসার এমনই একটি চর্চিত একটি সিরিয়াল হল ‘গুড্ডি’ (Guddi)। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির এই সিরিয়াল নিয়ে দর্শকদের আলোচনার শেষ নেই। এমনিতে লীনা গাঙ্গুলির সিরিয়াল মানেই পরকীয়া মাস্ট। যা নিয়ে দর্শকদের বিরক্তির শেষ নেই। এই গুড্ডি সিরিয়ালও তার ব্যতিক্রম নয়। এক নায়ক অনুজের (Anuj) দুই নায়িকা অর্থাৎ গুড্ডি শিরিনের (Shirin) ত্রিকোণ প্রেম দেখে একসময় খেপে উঠেছিলেন দর্শক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গুড্ডি,Guddi,শিরিন,Shirin,অনুজ,Anuj,যুধাজিৎ,Judhajit,বিয়ে,Marriage,নতুন ট্রেন্ড,New Trend,লীনা গাঙ্গুলী,Leena Ganguly,লিপস্টিক বিয়ে,Lipstick Marriage,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

খোলামেলা ভাবে পরকীয়ার (Extra Maratial Affair) মতো বিষয় প্রমোট করতে দেখে ইতিমধ্যেই বহুবার দাবি উঠেছে সিরিয়াল বন্ধের। প্রসঙ্গত এখনকার দিনে বিয়ে মানেই যে কোনো সিরিয়ালের গুরুত্বপূর্ণ ট্র্যাক।সেইসাথে থাকে টি আর পি বাড়ানোর মোক্ষম সুযোগ। তাই সিরিয়ালের নায়ক নায়িকাদের বিয়ে নিয়ে নিয়ে বরাবরই নানারকম এক্সপেরিমেন্ট করতে দেখা যায় লীনা গাঙ্গুলীকে।

কিছুদিন আগেই স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ধূলোকণা’য় নায়ক লালনের সাথে খলনায়িকা তিতিরের লিপস্টিক বিয়ের হাইভোল্টেজ ড্রামা দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন লেখিকা লীনা গাঙ্গুলি। আর এবার গুড্ডিতে দেখা গেল নায়িকা গুড্ডির আয়না দেখে সিঁদুর পরার বিয়ে।

https://youtu.be/iu6O36QTl0g

এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন গুড্ডির সাথে যুধাজিতের বিয়ের দিনেই অ্যক্সিডেন্ট হয়েছিল অনুজের। তাই মাঝপথে বিয়ে ছেড়ে অনুজের কাছে দৌড়েছিল গুড্ডি। আর এখন দেখা যাচ্ছে শিরিন প্রেগন্যান্ট। তার গর্ভে অনুজের সন্তান। এই পরিস্থিতে গুড্ডি আবার যুধাজিৎএর সাথে বিয়ে করতে রাজি হলেও বাবুজীর দোহাই দিয়ে সবাইকে জানায় তাদের বিয়ের অনুষ্ঠানে পাত্রী নিজেই নিজের মাথায় সিঁদুর পরে। আর এই দৃশ্য দেখেই ধূলোকণার লিপস্টিক বিয়ের মতোই ট্রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥