• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ড্যাডি’কে হারিয়ে দুদিনেই হাসিমুখে গুনগুন! নেটপাড়ায় কটাক্ষের শিকার তৃণা সাহা

বুধবার মাঝরাতেই ঘুমের মধ্যে চিরতরে না ফেরার দেশে চলে গিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম ‘হার্টথ্রব অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abishek Chatterjee)। প্রতিভাবান এই শিল্পীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগত। বিগত বেশ কয়েক বছর ধরেই বড় পর্দায় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন টলিপাড়ার এই কার্তিক ঠাকুর। তবে বড় পর্দা থেকে দূরে থাকলেও ছোট পর্দায় কাজ করছিলেন অত্যন্ত দাপটের সঙ্গে।

তাই মৃত্যুর আগে পর্যন্ত অসুস্থ শরীরেই করছিলেন সিরিয়ালের শুটিং। একই সঙ্গে তিনি অভিনয় করেছিলেন স্টার জলসার জনপ্রিয় দুটি সিরিয়াল ‘মোহর’ এবং ‘খড়কুটো’-তে। এই ‘খড়কুটো’ (Khorkuto)সিরিয়ালের নায়িকা গুনগুন অর্থাৎ অভিনেত্রী তৃনা সাহার (Trina Saha) ‘ড্যাডি’ চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক। তবে শুধু সিরিয়ালেই নয় বাস্তবেও তৃণাকে নিজের মেয়ের মতোই স্নেহ করতেন অভিষেক।

   

Trina Saha on Abhishek Chatterjee death

প্রসঙ্গত অভিনেতার পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। এমনই একটি ভিডিওতে ক্যামেরার সামনে এসে প্রয়াত অভিনেতার কথা বলতে গিয়ে হাউহাউ করে কেঁদে ফেলেন তৃণা। চোখের জল বাঁধ মানছে না কিছুতেই। তবুও নিজেকে কোনমতে সামলে চোখ জল নিয়ে, জড়ানো গলায় তৃণা জানান শুধু পর্দায় নয় বাস্তবেও অভিনেতাকে তিনি ড্যাডি বলে ডাকতেন।

Abhishek Chatterjee,অভিষেক চ্যাটার্জী,Khorkuto,খড়কুটো,গুনগুন,Gungun,তৃনা সাহা,Trina Saha,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল,Troll

পর্দার বাইরেও তাদের সম্পর্কটা ছিল বাবা মেয়ের মতোই। অনেক বারণ সত্ত্বেও অসুস্থ শরীরেই অভিনয় করতেন অভিষেক। যার জেরে মাঝে মধ্যেই কন্যাসম তৃণার কাছে বকাবকিও শুনতেন অভিনেতা। কিন্তু এরইমধ্যে কী করে কি হয়ে গেল। একেবারে না ফেরার দেশে চলে গেলেন গুনগুনের ড্যাডি। এই মৃত্যু শোক কাটিয়ে ওঠার আগেই সম্প্রতি তৃণা হাজির হয়েছিলেন একটি ইভেন্টে।

Abhishek Chatterjee,অভিষেক চ্যাটার্জী,Khorkuto,খড়কুটো,গুনগুন,Gungun,তৃনা সাহা,Trina Saha,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল,Troll

কান্নায় ফোলা চোখ নিয়ে সেই ইভেন্টে হাজির ছিলেন তৃণা। একদিন আগে ড্যাডির শোকে কেঁদে ভাসানো এই অভিনেত্রীকে কষ্ট করে হলেও হাসতে দেখে একের পর এক সমালোচনায় বিঁধেছেন নেটিজেনদের একটা বড় অংশ। আবার দেখা গেল উল্টো ছবিটাও। এই কঠিন সময়ে তৃণার পাশে দাঁড়িয়ে তারা জানিয়েছেন অভিনেতা-অভিনেত্রীদের জীবনটা এমনই। কোন একটি বিষয় নিয়ে বসে থাকলে চলে না তাদের। তবে গোটা বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী নিজে।