• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ! নিজের মুখে মন খারাপের কথা জানালেন পর্দার ‘চিঠি’ দেবচন্দ্রিমা

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। ছোট পর্দা দর্শকদের কাছে যদিও `তিনি চিঠি (Chithi) নামেই পরিচিত। কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শেষ হয়েছে দেবচন্দ্রিমা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi)।

টিআরপির অভাবে সাত তাড়াতাড়ি সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় এমনিতেই মন খারাপ ছিল অনুরাগীদের। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় এসে করোনা পজেটিভ (Covid Positive) হওয়ার পাশাপাশি মানসিক ভাবে বিধ্বস্ত (Mentally Disturbed) হওয়ার কথা  জানিয়েছেন অভিনেত্রী।

   

Debchandrima Hindi Serial Debut

নিজের মন খারাপের কথা জানিয়েই এদিন ছোটপর্দার চিঠি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ‘৩ বছর লড়াই করার পর গত রবিবার আমি কোভিড পজিটিভ হয়েছি’। অভিনেত্রীর কোথায় জানা যায় রবিবার থেকে অসুস্থ বোধ করায় প্রথমে তিনি ভেবেছিলেন আবহাওয়ার পরিবর্তনের কারণে বা অন্য কোনও শারীরিক সমস্যার কারণেএমনটা হচ্ছে।

তবে সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘আমি রবিবার আইপিএল দেখতে গিয়েছিলাম, কারণ বাড়িতে খুব মন খারাপ লাগছিল। স্বাস্থ্যের অবনতি হয় এবং আমি সন্ধ্যায় একা ডাক্তারের কাছে গিয়েছিলাম, সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা হয়।’ এরপর তিনি জানান ‘আজ চতুর্থ দিন এবং আমার শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল। কিন্তু আমি মানসিকভাবে বিপর্যস্ত’।

Debchandrima Singha Roy

এরপরেই মন খারাপের কথা জানিয়ে অভিনেত্রী বলেন ‘খুব গুরুত্বপূর্ণ কিছু হারিয়েছি, যা আমি ব্যাখ্যা করতে পারব না। তবে আমি নতুনভাবে ফিরে আসার চেষ্টা করব। আমি বিশ্বাস করি যে, আমরা যা হারাই তার চেয়ে ঈশ্বর আরও ভাল জিনিস দেন। শীঘ্রই আমি ইনস্টাগ্রামে ফিরে আসব।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy,চিঠি,Chithi,সাহেবের চিঠি,Saheber Chithi,মানসিকভাবে বিপর্যস্ত,Mentally Disturbed,কোভিড পজিটিভ,Covid Positive,সোশ্যাল মিডিয়া,Social Media

তবে এখানে ঠিক কি হারানোর কথা বলেছেন দেবচন্দ্রিমা তা নিয়ে স্পষ্ট করে কিছু না জানালেও মনে করা হচ্ছে দেবচন্দ্রিমার যে নতুন হিন্দি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল তা  সম্ভবত তাঁর  শারীরিক অসুস্থতার কারণে ভেস্তে গিয়েছে। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছুই জানা যায়নি।