এই মুহূর্তে দেশব্যাপী রয়েছে দক্ষিণী সিনেমার (South Indian Cinema) আকাশছোঁয়া চাহিদা। একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা রিলিজ করে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে সাউথের সিনেমাগুলি। তাই এখন দিনে দিনে সিনেমা প্রেমীদের মধ্যেও বাড়ছে দক্ষিণী সিনেমার প্রতি ব্যাপক কৌতুহল। সাউথের সিনেমাগুলি নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙে কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।
ঠিক তেমনই কেজিএফ চ্যাপ্টার ২(KGF Chapter 2) মুক্তির একমাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত দর্শকদের মুখে মুখে ঘুরছে সাউথের সুপারস্টার যশের (Yash) নাম। যদিও এই সিনেমা মুক্তির আগে থেকেই কে জি এফ স্টারের দেশজোড়া ফ্যান ফলোয়িং ছিল। আর এখন তো দেশের গন্ডি আন্তর্জাতিক স্তরেও দারুন খ্যাতি ছড়িয়ে পড়েছে অভিনেতার। এহেন যশকে সাউথ ইন্ডাস্ট্রির ‘মিস্টার শো অফ’ (Mister Show Off) বলে মন্তব্য করে এবার কেজিএফ তারকার ভক্তদের রোষের মুখে পড়লেন জাতীয় ক্রাশ রশ্মিকা মন্দানা (Rashmika Mamdana)।
আসলে ২০১৭ সালে একটি শোতে উপস্থিত রশ্মিকাকে প্রশ্ন করা হয় তার চোখে তাদের কানাড়া ফিল্ম ইন্ডাস্ট্রির মিস্টার শো-অফ কে? এই প্রশ্নের উত্তরে রশ্মিকা তাড়াতাড়ি করে যশের নাম নিয়েছিলেন। সম্প্রতি আজ থেকে ৫ বছর আগের সেই ইন্টারভিউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই যশ ভক্তরা একেবারে হামলে পড়েছেন রশ্মিকার ওপর। সবাই মিলে অত্যন্ত বাজে ভাবে ট্রোল করেছেন অভিনেত্রী কে।
কিন্তু সময়ের সাথে সাথে জল মাথার ওপর দিয়ে বইতে শুরু করলে শেষ পর্যন্ত মুখ খোলেন রশ্মিকা। যশ ভক্তদের কাছে ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা চওড়া পোস্ট করেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন “যশ স্যার বা অন্য কাওকে আমি অসম্মান করি না। আমি নিজে যশ স্যারকে দেখে অনুপ্রাণিত হয়ে থাকি, একথা আমি বহুবার একাধিক ইভেন্টে জানিয়েছি।”
সেইসাথে অভিনেত্রী জানিয়েছেন যশকে নিয়ে করা তার প্রশংসার দিক গুলো সংবাদমাধ্যম এড়িয়ে গিয়েছেন। অভিনেত্রী ওই ভিডিওতে তার গোটা ইন্টারভিউ নয় শুধুমাত্র কিছু অংশ তুলে ধরা হয়েছে। অভিনেত্রীর কথায় গোটা বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘কারও অনুভূতিতে আঘাত দিয়ে থাকলে আমি দুঃখিত। আমার এমন কোনো ইচ্ছা ছিল না।’