• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাড়ি পরে বেল্ট দিয়ে সপাৎ সপাৎ! ‘বেল্ট ম্যান’ রঞ্জিত মল্লিকের পর বাংলা কাঁপাচ্ছে ‘বেল্ট কাকি’

Published on:

After Belt Man Ranjit Mallick Belt Kaki Mitul is popular in bengali Serials

টলিউড (Tollywood) সুপারস্টার রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) দর্শকমহলে ‘বেল্ট ম্যান’ (Belt Man) নামেও প্রচণ্ড জনপ্রিয়। তাঁর জনপ্রিয় সংলাপ, ‘চাবকে পিঠের চামড়া তুলে নেব’ এখনও মানুষের মুখে মুখে ঘরে। তবে এবার সেই রঞ্জিত মল্লিকের জায়গা নিতে ইন্ডাস্ট্রিতে চলে এল ‘বেল্ট কাকি’ (Belt Kaki)। হুবহু রঞ্জিত মল্লিক স্টাইলে ভিলেনদের শায়েস্তা করতে বেল্টকেই ‘হাতিয়ার’ বানান তিনিও।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক কিংবদন্তি অভিনেতা হলেন রঞ্জিত মল্লিক। নিজের কেরিয়ারে প্রায় দেড়শোরও বেশি সিনেমায় কাজ করে ফেলেছেন তিনি। এর মধ্যে বহু সিনেমায় তাঁর মুখ থেকে ‘চাবকে পিঠের চামড়া’ তুলে নেওয়ার সংলাপ শোনা গিয়েছে। এখনও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই এই বিখ্যাত সংলাপ নিয়ে নানান মিম চোখে পড়ে।

Ranjit Mallick, Ranjit Mallick interview, Belt Man

একই ভাবে ‘বেল্ট কাকি’কে নিয়েও কিন্তু নেটপাড়ায় ব্যাপক চর্চা হয়। ‘বেল্ট ম্যান’ রঞ্জিত মল্লিক বেল্ট হাতে কাঁপিয়েছেন বড় পর্দা। অপরদিকে ‘বেল্ট কাকি’ দাপিয়ে বেড়াচ্ছেন ছোট পর্দা। লেখাটি এতদূর পড়ার পরেও আপনি যদি ‘বেল্ট কাকি’কে চিনতে না পেরে থাকেন, তাহলে বলে রাখি তিনি আর কেউ নন, জি বাংলার ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) ধারাবাহিকের নায়িকা মিতুল (Mitul)।

হ্যাঁ, ঠিকই দেখছেন। মিতুলকেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ‘বেল্ট কাকি’ তকমা দেওয়া হয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন মিতুলকে কেন এই নাম দেওয়া হয়েছে? আসলে ‘খেলনা বাড়ি’র গল্প সম্প্রতি লিপ নিয়েছে। মিতুলেরও বয়স হয়েছে। তাঁর মেয়ে গুগলি এখন কলেজ পড়ুয়া। মেয়ের সঙ্গে ভর্তি হয়েছে সে নিজেও। তবে প্রথম দিন কলেজে গিয়েই ধুন্ধুমাত্র কাণ্ড বাঁধিয়ে বসে মিতুল।

Mitul Belt Kaki, Khelna Bari

কলেজের বেশ কিছু সিনিয়র র‍্যাগিং করবে বলে গুগলিকে একটি ঘরে নিয়ে যায়। তখনই তাঁদের শাস্তি দিয়ে বেল্ট দিয়ে সপাৎ সপাৎ মারতে থাকে মিতুল। আর ব্যস, সেই দৃশ্য টেলিকাস্ট হওয়ার পর থেকেই তাঁর নামের পাশে জুড়ে যায় ‘বেল্ট কাকি’ তকমা। দর্শকদের অনেকেই ‘বেল্ট ম্যান’ রঞ্জিতের সঙ্গে ‘বেল্ট কাকি’ মিতুলের মিল খুঁজে পেয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘খেলনা বাড়ি’র মিতুল ওরফে দর্শকদের প্রিয় ‘বেল্ট কাকি’র চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। বাস্তব জীবনে এখনও সে স্কুল পড়ুয়া, এদিকে ধারাবাহিকে ‘কাকিমা’ হয়ে গিয়েছে সে। আনন্দবাজার অনলাইনের কাছে আরাত্রিকা বলেন, রোজ এই চ্যালেঞ্জ তিনি উপভোগ করেন। এভাবেই যাতে এগিয়ে যেতে পারেন সেই প্রার্থনাই করেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥