সত্যি সময় থেমে থাকে না কারও জন্য। নিজের নিয়মেই এগিয়ে চলে সময়। দেখতে দেখতে একমাস হয়ে গিয়েছে সবাইকে ছেড়ে চলে গিয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। দেখতে দেখতে এসেও গিয়েছে নতুন বছর। নতুন বছরকে স্বাগত জানাতে ইতিমধ্যেই আনন্দ উদযাপনে মেতে উঠেছে গোটা বিশ্ব।
এই বিশেষ দিনে নিজের ক্যাফে ‘হোদলে’ হাজির হয়েছিলেন খোদ অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) নিজেও। ঐন্দ্রিলাকে হারানোর পর অবশেষে প্রথমবার জনসমক্ষে এসেছিলেন অভিনেতা। এদিন অভিনেতা ক্যামেরাবন্দি হয়েছিলেন দুই বন্ধু সৌরভ দাস এবং দিব্যপ্রকাশ রায়ের সঙ্গে। বোঝাই যাচ্ছে কাছের মানুষকে হারানোর শোক কাটিয়ে একটু একটু করে আরো একবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন অভিনেতা।
গত বছরের পূজোতেই এই ক্যাফের উদ্বোধন করেছিলেন সব্যসাচী। হাজির ছিলেন ঐন্দ্রিলাও। আর ভাগ্যের এমনই পরিহাস গতকাল বর্ষবরণের রাতে সেই সেই ক্যাফেতেই সব্যসাচী থাকলেও তার পাশে ছিলেন না ঐন্দ্রিলা। মুখ ভর্তি দাড়ির সব্যসাচীকে এদিন দেখা গেল একেবারে ক্লিন সেভ অবস্থায়। অভিনেতার পরনে ছিল ছাই এবং কালো রঙের মিশেলে ফুলস্লিভ টিশার্ট এবং জিন্স।
হাতে সাদা কফির মগ। ছবিতে মুখের এক কোণে ঝুলছে মৃদু হাসি যার সাথে চোখে মুখে স্পষ্ট কষ্টের ছাপ। এদিনের ক্যাফেতে সব্যসাচীর ছবি ইতিমধ্যেই ভাইরাস সোশ্যাল মিডিয়ায়। এ প্রসঙ্গে জানতে সম্প্রতি আজকাল ডট ইন এর তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল সব্যসাচীর বন্ধু তথা অভিনেতা সৌরভ দাসের সাথে। এ প্রসঙ্গে সৌরভ জানিয়েছেন এখন নাকি মাঝেমধ্যেই সব্যসাচী আসা-যাওয়া করছেন ক্যাফে তে। সেটা তিনি করছেন একেবারে নিজের ইচ্ছাতেই।
সৌরভের কথায় ‘এভাবেই একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। শোক সামলে ওঠার আপ্রাণ চেষ্টা করছে সব্য’। কিন্তু প্রিয়জনকে হারানোর শোক এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি অভিনেতা। ছোট পর্দার বামা তথা অভিনেতা সব্যসাচী চৌধুরী ঐন্দ্রিলার প্রয়াণের পর থেকেই সবকিছু থেকেই নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন। অভিনেতা নিজেকে বিচ্ছিন্ন করেছেন সমাজ মাধ্যম থেকেও।
এরই মধ্যে টেলিপাড়ায় জোর গুঞ্জন স্টার জলসার নতুন সিরিয়াল ‘সাধক রামপ্রসাদ’-এর হাত ধরে অভিনয়ে ফিরতে চলেছেন সব্যসাচী। এই ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করার প্রস্তাব গিয়েছে তার কাছে। এপ্রসঙ্গে সৌরভের কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন সব্যসাচী খুব শিগগিরই অভিনয় ফিরবেন। তবে কবে তিনি ফিরবেন সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। অন্যদিকে রামপ্রসাদ প্রসঙ্গে তার বন্ধু সৌরভ জানিয়েছেন ‘এ বিষয়ে ওর সঙ্গে কোন আলোচনা হয়নি। সব্য বিষয়টি কিছু জানায়নি তাই বলতে পারব না’।