• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাসপাতালে ভর্তি ছোট পর্দার পাখি, বড়সড় অস্ত্রোপচারের পর কেমন আছেন মধুমিতা, চিন্তায় ভক্তরা

Published on:

Madhumita Sarcar Surgery Hospitalised

নতুন বছরের শুরুতেই আচমকা অসুস্থতার খবর শোনালেন ‘চিনি’র মতোই মিষ্টি টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। সপ্তাহের শুরুতেই সকাল সকাল হাসপাতলের বিছানায় শোয়া অবস্থায় নিজের একটি ছবি দিয়ে অনুরাগীদের মন খারাপ করে দিলেন ছোট পর্দার পাখি।

ছবি দেখেই বোঝা যাচ্ছে অভিনেত্রীর মুখে নেই নামমাত্র মেকআপ। ছবিতে দেখা যাচ্ছে এলো থেলো চুলে হাসপাতলের পোশাক পরে চোখে মোটা ফ্রেমের চশমা খাটিয়ে মুখে হাসি নিয়েই হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন মধুমিতা।

মধুমিতা সরকার Madhumita Sarcar,টলিউড,Tollywood,অভিনেত্রী,Actress,হাসপাতালে ভর্তি,Hospitalised,অস্ত্রোপচার,Surgery,স্বাস্থ্যের খবর,Health Update

ছবিতে স্পষ্ট  ড্রিপ চলছে অভিনেত্রীর হাতে। পাশেই বালিশের কাছেই রাখা রয়েছে একটি গল্পের বই। হাসপাতলের বিছানায় শুয়ে সম্ভবত এটাই এখন নায়িকার অবসর যাপনের সঙ্গী। এদিন হাসপাতাল থেকে ছবিটি শেয়ার করে মধুমিতা লিখেছেন, ‘ভয়ানক কিছু একটা হয়েছিল, কিন্তু এখন ভাল ভাবে সেরে উঠেছি। আপনাদের সকলের ভালবাসার জন্য ধন্যবাদ’।

কিন্তু কিছুদিন আগেই জানা গিয়েছিল আসন্ন সিনেমা ‘চিনি ২’-এর শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন মধুমিতা। তাই এরইমধ্যে হঠাৎ কি হল তাঁর? এই বিষয়ে বিস্তারিত জানার জন্যই এদিন আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল খোদ অভিনেত্রী মধুমিতার সাথে।

Madhumita Sarcar

অসুস্থতা প্রসঙ্গে এদিন মধুমিতা জানান, আচমকাই তাঁর শরীরে অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছে। এদিন সেটাই অপারেশন করা হয়েছে। নায়িকার কথায়, ‘কয়েকদিন ধরে পেটে তীব্র যন্ত্রণা অনুভব করি। শুটিং চলছিল। তার পর ডাক্তার দেখানোর পর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে।’

জানা যাচ্ছে গতকাল অর্থাৎ রবিবার অপরেশনের পর আপাতত হাসপাতালেই  ভর্তি হয়েছেন অভিনেত্রী।  মধুমিতা জানান, তাঁর রক্তে সংক্রমণ বেড়ে গিয়েছিল। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে অপারেশনের পর এখন ভালো আছেন তিনি। তবে তাঁকে আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে। এছাড়া বাড়ি ফিরলেও এখনই শুটিং নয়। চিকিৎসকের পরামর্শ মেনে কিছুদিন বিশ্রামে থাকবেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥