• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টানা একমাস একটাই শাড়ি পরেছিলেন অভিনেত্রী! অবশেষে নতুন শাড়ি পেয়ে কী করলেন দেখুন

Published on:

জনপ্রিয় ধারাবাহিক ‘কুন্ডলী ভাগ্য’ -র শ্রদ্ধা আর্যকে নাকি টানা এক মাস একটাই শাড়ি পরে থাকতে দেখা গেছে। তবে কি বিরাট আর্থিক অনটনে ভুগছেন অভিনেত্রী? নইলে কেন গত এক মাস শ্রদ্ধা আর্য ওরফে প্রীতা কেন গত এক মাস ধরে অফ-হোয়াইট এমব্রয়ডারি শাড়ি পরে রইলেন?

খোঁজ খবর নিয়ে দেখা গেল, এই ধারাবাহিকে তাকে কিডন্যাপ করা হয়েছে। তাই কিডন্যাপ হওয়ার পর থেকে বন্দী অবস্থায় প্রীতাকে একই শাড়িতে দেখা গেছে। কিডন্যাপ হওয়ার সময় তিনি যেই শাড়ি পরেছিলেন গত এক মাস সেই শাড়ি পরেই স্যুটিং চালিয়ে গেছেন তিনি।

অবশেষে মাস খানেক পর শ্রদ্ধা আর্য তার শাড়ি বদলাতে পেরে এবং ‘তু নাজম নাজম’ গানে নেচে তার উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন। হালকা নীলচে রঙের শাড়িতে তাকে মানিয়েওছে বেশ। তিনি ভিডিওটির ক্যাপশন দিয়েছিলেন, “আপনি যখন এক মাস পরে নিজের শাড়িটি বদলাবেন ”

https://www.instagram.com/p/CGXRc69Arpk/?igshid=6wvoga8dnnn4

কুণ্ডলি ভাগ্য এখন একটি ভিন্ন ট্র্যাক দেখতে পাবেন যার জন্য দৃশ্যত, ধীরজ ধূপার এবং শ্রদ্ধা আর্যও একটি নাচের কোরিওগ্রাফ করেছেন। এগুলি ছাড়াও তাদের সেটটিতে কিছু মজার মুহূর্ত তৈরি হয়েছে শ্রদ্ধা সেগুলিও ভাগ করে নিয়েছেন তার দর্শকদের সাথে৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥