• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীর্ঘ অভিনয় জীবনে নেই কোনো কেচ্ছা! বলিউডে নেপোটিজম নেই, মন্তব্য করলেন আফতাব

Published on:

Aftab Shivdasani,আফতাব শিবদাসানি,Special Ops Season 1.5,স্পেশাল অপস সিজন ১.৫,Web Series,ওয়েব সিরিজ,Cinema,সিনেমা,Bollywood,বলিউড,কে কে মেনন,K.K.Menon

চকলেট বয় ইমেজের জন্য বলিউডে বেশ সুনাম রয়েছে অভিনেতা আফতাব শিবদাসানির (Aftab Shivdasani)। এছাড়াও একাধিক কমেডি জাতীয় সিনেমায় অভিনয় করেও দর্শকদের মন জয় করেছিলেন অভিনেতা। তবে বেশ কিছুদিন হল নিজের সেই ধরাবাঁধা ছক ভেঙে বেশ সিরিয়াস গোছের চরিত্রে অভিনয় করছেন আফতাব। আর তাকে এই ধরনের চরিত্রে দেখে যাতে দর্শকদের নিরাশ হতে না হয়, তার জন্য নিজেকে গড়ে পিঠে তৈরি করেছেন অভিনেতা।

এখন বড় পর্দার পাশাপাশি তার অভিনয়ের কেরিয়ারে যুক্ত হয়েছে ওয়েব সিরিজও। সামনেই মুক্তি পেতে চলেছে নীরজ পাণ্ডে পরিচালিত তাঁর পরবর্তী ওয়েব সিরিজ় ‘স্পেশ্যাল অপস সিজ়ন ১.৫’ (Special Ops Season 1.5)। নিজের চরিত্র সম্পর্কে আভাস দিয়ে অভিনেতা জানিয়েছেন থ্রিলার সিরিজ়ে তাঁর চরিত্র মোচড় দেবে দর্শকদের। ব্যাস এটুকুই। এর বেশি কিছু এখনই জানাতে রাজি নন তিনি।

Aftab Shivdasani,আফতাব শিবদাসানি,Special Ops Season 1.5,স্পেশাল অপস সিজন ১.৫,Web Series,ওয়েব সিরিজ,Cinema,সিনেমা,Bollywood,বলিউড,কে কে মেনন,K.K.Menon

তবে ওয়েব সিরিজের কথা প্রসঙ্গে আফতাব কেকে মেননের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন কে ‘হিম্মতকে সকলের কাছে পরিচিত করে তুলেছেন কে কে মেনন (K.K.Menon)। তাঁর মতো অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়েছি, সেটাই একটা অভিজ্ঞতা। কে কে একেবারেই মাটির মানুষ। অনেকে ওঁকে দেখে হয়তো ভাবেন যে, ওঁর সঙ্গে কথা বলা কঠিন। আসলে কিন্তু ঠিক বিপরীত। আর অভিনেতা হিসেবে উনি অসাধারণ। সিরিজ়ে অভিনয় করতে গিয়ে অনেকটা সময় কাটিয়েছি ওঁর সঙ্গে, ফলে অনেক কিছু শিখতে পেরেছি।’

উল্লেখ্য আফতাব একসময় চুটিয়ে কমেডি করেছেন।তার সেই কমেডি চরিত্রকেও সাদরে গ্রহণ করেছেন দর্শকরা। তবে আপাতত একটু অন্য ধরনের চরিত্রের খোঁজে রয়েছেন অভিনেতা। এপ্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন,’গল্পে আমি কেমন চরিত্র পাচ্ছি, সেটা নিয়েই এখন বেশি ভাবি। নিজেকে কোনও ধারার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। সব ধরনের ছবি করতে চাই। শুধু আমার চরিত্রের গুরুত্ব থাকতে হবে। আর আমি খুব ভাগ্যবান যে, দর্শক আমায় কমেডি থেকে শুরু করে থ্রিলার জ়ঁরেও গ্রহণ করেছেন। যেমন ‘কসুর’-এর মতো থ্রিলার করেছি, তেমন কমেডিও করেছি।’

Aftab Shivdasani,আফতাব শিবদাসানি,Special Ops Season 1.5,স্পেশাল অপস সিজন ১.৫,Web Series,ওয়েব সিরিজ,Cinema,সিনেমা,Bollywood,বলিউড,কে কে মেনন,K.K.Menon

বিভিন্ন ধারার ছবিতে অভিনয় করার পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও কাজ করতে আগ্রহী আফতাব। উল্লেখ্য গত মাসেই অর্থাৎ অক্টোবরেই মুক্তি পেয়েছে তাঁর দক্ষিণী ছবি ‘কোটিগোব্বা থ্রি’। সম্প্রতি বড় পর্দা আর ওয়েব সিরিজ মিলিয়ে একের পর এক ঠাসা কাজে হাত ভর্তি অভিনেতার। পাশাপাশি এদিন বলিউডের প্রশংসায় অভিনেতা বলেছেন ‘বলিউড আমার কর্মভূমি। রাজনীতির বাইরে থাকি। তবে এত দিন ইন্ডাস্ট্রিতে আছি, কখনও নিজেকে আউটসাইডার মনে হয়নি।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥