• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আগামী কাল উচ্ছেবাবুর জন্মদিন! বিশেষ দিনে সামনে থেকেই শুভেচ্ছা জানাতে পারেন আদৃতকে, রইল বিস্তারিত

জি বাংলার ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের দৌলতে এই নায়ক সিড (Sid) অর্থাৎ সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়কে (Adrit Roy) কে না চেনে! এই বাংলার অসংখ্য তরুণীর বং ক্রাশ তিনি। সিরিয়ালের জেরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে উচ্ছেবাবু। সিরিয়ালের বাইরে খুব একটা দেখা যায় না অভিনেতাকে। বাকি অভিনেতা অভিনেত্রীরা সোশ্যাল মিডিয়াতে ছবি ও ভিডিও শেয়ার করলেও দেখা মেলে না উচ্ছে বাবুর। তবে জনপ্রিয়তার কিছু কমতি নেই আদৃতের, কারণ দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি ভালো গানও করতে পারেন তিনি। ব্যান্ডের গায়ক হিসাবে বেশ জনপ্রিয় আদৃত। মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় গিয়ে অনুষ্ঠান ও করতে দেখা যায় তাকে।

এই বহুমুখী প্রতিভাধর হ্যান্ডসাম হাঙ্কের লাখো লাখো ভক্ত রয়েছে সারা বাংলা জুড়েই। TRP রেটিং এ আগের মতো ফার্স্ট পজিশন না ধরে থাকতে পারলেও মোটামুটি প্রথম দিকেই থাকে মিঠাই। তবে আজ এই প্রতিবেদন মিঠাই নিয়ে নয়, বরং আদৃতকে নিয়ে৷ আগামীকাল অর্থাৎ ২৫ শে মে আদৃত পা দেবেন ৩০ বছরে।

   

cropped-Mithai-Serial-Adrit-Roy-Nababarsha-Photos-goes-viral.jpg

নিজের ৩০ তম জন্মদিনেই ভক্তদের বিশেষ সারপ্রাইজ দিলেন অভিনেতা৷ এই বিশেষ দিনে ফ্যানেরা তার সাথে একটি বার কথা বলার জন্য মরিয়া হয়ে উঠবেন তা বলাই বাহুল্য, সারাদিন সোশ্যাল মিডিয়ার দেওয়াল ভাসবে শুভেচ্ছা বার্তায়। ধারাবাহিকের কলাকুশলীদেরও নিশ্চই প্ল্যান আছে তাদের সিডি বয়কে নিয়ে অনেক কিছুই।

উচ্ছেবাবু,আদৃত রায়,সিদ্ধার্থ,সিডি বয়,মিঠাই,Uchche babu,Adrit Riy,siddarth,mithai,adrit roy birthday

কিন্তু সিদ্ধার্থ এই বিশেষ দিনটা কাটাতে চান তার অনুরাগীদের সঙ্গে। যাদের জন্য আজকে তার এই জনপ্রিয়তা, যাদের ভালোবাসায় তিনি বাংলার প্রতিটি ঘর থেকে আদর পাচ্ছেন তাদের উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে আদৃত জানান, আগামীকাল অর্থাৎ তার জন্মদিন মে এর ২৫ তারিখে ভারতলক্ষী স্টুডিওর গেট খোলা থাকবে সর্বক্ষণের জন্য। সেখানে গেলেই দেখা মিলবে অভিনেতার। প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার আনন্দে সকলেই ডগমগ, তার কমেন্ট সেকশনই এর উদাহরণ।

site