বর্তমানে টিআরপির দৌড়ে সবসময় এগিয়ে থাকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai)। আর তারই নায়ক উচ্ছেবাবু ওরফে সিড হাজারো মহিলার যে ঘুম কেড়েছেন তা আর বলার অপেক্ষা রাখেনা৷ পর্দার উচ্ছেবাবু আসলে বাস্তবে অভিনেতা আদৃত রায় (Adrit Roy) । ধারাবাহিকের মতোই তার জনপ্রিয়তাও এখন তুঙ্গে। তবু এত সাফল্যের পরেও মন খারাপ অভিনেতার।
কারণটা নিজের জন্য নয়, তিনি বিষন্ন হয়ে পড়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) জন্য। ইতিমধ্যেই তার মতো মন খারাপ এই মুহুর্তে বাংলার অসংখ্য মানুষেরই কারণটা একটাই, দীর্ঘ চার বছর ধরে চলে আসা জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণী’তে আজই অন্তিম যাত্রায় দেখা মিলেছে রানিমার। অর্থাৎ ধারাবাহিকে তার মৃত্যু দেখিয়ে দেওয়া হল।
তখন দিতিপ্রিয়ার বয়স মাত্র ১৫, তাকে বলা হয়েছিল কেবলমাত্র রাণী রাসমণীর কিশোরী বেলার চরিত্রেই অভিনয় করতে হবে। কিন্তু ওইটুকু মেয়ের অভিনয়ের দক্ষতা এতটাই যে কিশোরী বয়স থেকে শুরু করে রাণী রাসমণীর শেষ সময় পর্যন্ত তিনি সেই চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করে গিয়েছেন। মাত্র অষ্টাদশীতেও রাণী রাসমণীর বার্ধক্যকালের গম্ভীর ভাবধারা তিনি ফুটিয়ে তুলেছেন।
কিন্তু এদিন শেষ হল রানিমা হিসেবে দিতিপ্রিয়ার সফর। মন খারাপ গোটা টেলিপাড়ার, পাশাপাশি এই ঘটনায় বিষন্ন হয়ে পড়েছেন আদৃতও। ফেসবুকের দেওয়ালে দিতিপ্রিয়ার সঙ্গে তোলা নানা সময়ের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘একটা ইমোশ্যানাল দিন সকলের জন্য যাঁরা গত ৪ বছর ধরে করুণাময়ী রাণী রাসমণি দেখছে…. চলুন আজ রানিমা-কে আমরা অন্তিম বিদায় জানাই… দিতিপ্রিয়া রায় তোমার জন্য গর্বিত’। আদৃতের এই আবেগঘন পোস্টে সাড়া দিয়ে মন্তব্য করেছেন দিতিপ্রিয়াও তিনি লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ বন্ধু, এই কথাগুলো সত্যি অনুপ্রেরণা। শীঘ্রই দেখা হচ্ছে… ভালোবাসা’।
প্রসঙ্গত, কিন্তু দর্শকদের জন্য সুখবর এই যে রানিমার মৃত্যু হলেও ধারাবাহিক এগোবে। রানির মৃত্যুর পরে দক্ষিণেশ্বর মন্দিরের বাকি ইতিহাস তুলে ধরা হবে। দেখানো হবে সারদা মা এবং গদাধরের জীবন কাহিনী। ধারাবাহিকে প্রথম থেকেই গদাধরের ভূমিকায় অভিনয় করে আসছেন সৌরভ সাহা। পর্দায় তার সাথে ছোট বেলার সারদা মায়ের বিবাহ দেখানো হয়েছিল। রানিমার নির্মিত দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর পূজো দিতেন শ্রী শ্রী রামকৃষ্ণ, সাথে তিনি পুজো দিতেন মা সারদারও। এবার মা সারদার গল্প ফুটে উঠবে ধারাবাহিকে। অন্যদিকে পরিণত বয়সের সারদা মায়ের চরিত্রে এবার দেখা যাবে অভিনেত্রী সন্দীপ্তা সেনকে (Sandipta Sen)।