• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শখ ছিল গায়ক হবার! স্ট্রাগলের মধ্যে দিয়ে আজ সফল অভিনেতা, অতীতের স্মৃতিচারণা উচ্ছেবাবু

ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’। গল্পের নায়িকা মিঠাই। সে মিষ্টির কারিগর। তার হাতে বানানো মনোহরা মিষ্টির কদর করেনি এমন কেউ নেই। অন্যদিকে ৫০ বছর ধরে মিষ্টির ব্যবসা করে আসছে সিদ্ধেশ্বর মোদকের পরিবার। ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেছেন সৌমিতৃষা। অন্যদিকে মোদক বাড়ির গম্ভীর, মেজাজি ছেলে সিদ্ধার্থ ওরফে সিড এর ভূমিকায় অভিনয় করছেন আদৃত রায় (adrit roy)।

রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) প্রযোজনাতেই বাংলা সিনেমার নায়ক হিসেবে সফর শুরু করেছিলেন আদৃত রায় (Adrit Roy)। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ইন্দো-বাংলাদেশি ছবি ‘নূর জাহান’। তারপর ‘প্রেম আমার ২’ ছবিতে হয়েছিলেন জয় চৌধুরী। দেবের ‘পাসওয়ার্ড’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আদৃত। ‘পরিণীতা’য় ছিলেন আনন্দর ভূমিকায়। চারটি বাংলা ছবির পর এবার ছোটপর্দায় যাত্রা শুরু করছেন টলিপাড়ার নায়ক।

   

আদৃত রায় Adrit Roy

এখন তিনি সফল অভিনেতা, হাজারো মেয়ের ‘ক্রাশ’। কিন্তু কেরিয়ারের শুরুটা মোটেই মসৃণ ছিলনা অভিনেতার। অভিনেতার মুখেই শুনতে পাওয়া গেল তার স্ট্রাগলের কথা। প্রথমে কখনোই অভিনেতা হওয়ার কথা ভাবেননি আদৃত। ভেবেছিলেন গান দিয়েই নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে যাবেন৷ বেশ অনেক বছর গানে তামিল নেওয়ার পর, ‘পোস্টের বয়েজ’ নামে একটি ছোট্ট ব্যান্ডে লিড সিঙ্গার হিসেবে কেরিয়ার শুরু করেন তিনি।

আদৃত রায় Adrit Roy

 

কিন্তু গায়ক বাদেও তার যে অভিনয়েও এমন দক্ষতা রয়েছে তা তিনি নিজেও প্রথমটায় বোঝেননি। বর্তমানে সব বাধা কাটিয়ে এখন সফল অভিনেতা তিনি। কদিন ধরেই শোনা যাচ্ছে, তার বিয়ের গুঞ্জন।যদিও ব্যক্তিগত জীবন খানিকটা আড়ালেই রাখতে পছন্দ করতেন আদৃত। আর পাঁচটা সেলেব্রিটির মত খুল্লাম খুল্লা প্রেম করতে বা সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত সক্রিয় হতে দেখা যায়নি তাকে। তবে বাস্তবে যে আদৃত প্রেম করেন এবার সেই খবর শোনা যাচ্ছে টলিপাড়ায় কান পাতলেই। তাও আবার হালকা প্রেম নয়, একেবারে পাকা প্রেমিক আদৃত।

মিঠাই সিদ্ধার্থ Mithai Sidharth Actor AdritRoy would be wife photo Adrit Supriya

যেমনটা জানা যাচ্ছে এক দশকেরও বেশি সময় ধরে প্রেম করছেন আদৃত। এবার সবার প্রশ্ন হল একটাই পাত্রীটি কে? কার সাথে এতদিন ধরে লুকিয়ে প্রেম করছিলেন আদৃত। ইতিমধ্যেই সেই পাত্রীর নামও জানা গিয়েছে, পাত্রীর নাম হল সুপ্রিয়া। মুম্বাইয়ের নামি আর্ট ডিরেক্টরের মেয়ে সুপ্রিয়া। তার সাথেই দীর্ঘদিনের প্রেম এবার বিয়েতে পরিণতি পেতে চলেছে।

এতো গেল পাত্রীর কথা, এবার আসা যাক বিয়ের দিনে। যেমনটা জানা যাচ্ছে আগামী নভেম্বর মাসেই নাকি বিয়ে করতে চলেছেন আদৃত-সুপ্রিয়া। অর্থাৎ আর মাত্র তিন মাসের মধ্যেই সিঙ্গেল থেকে ম্যারেড হয়ে যাবে আদৃত রায়। এই খবর প্রকাশ্যে আসতেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

site