এই মুহূর্তে বাংলা টেলি দুনিয়ার অত্যন্ত হ্যান্ডসাম এক নায়ক হলেন আদৃত রায় (Adrit Roy)। ‘মিঠাই’ (Mithai) নায়ক যে কত মেয়ের হার্টথ্রব তা গুনে শেষ করা যাবে না। তবে বাস্তব জীবনে কিন্তু তাঁর মন চুরি হয়ে গিয়েছে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, অনস্ক্রিন ‘দিদিয়া’ নন্দা তথা কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty) সঙ্গে প্রেম করছেন পর্দার উচ্ছেবাবু। আদৃতের জন্মদিনে সেই সমীকরণ একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে।
বুধবার মধ্যরাতে জন্মদিন (Birthday) সেলিব্রেশনে ‘মিঠাই’ নায়কের মা-বাবার পাশাপাশি উপস্থিত ছিলেন তাঁর চর্চিত প্রেমিকা কৌশাম্বী। এরপর বৃহস্পতিবার রাতের পার্টিতেও নজর কাড়ে তাঁদের রসায়ন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক ছবি, ভিডিও থেকেই সেকথা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। এবার প্রেম থেকে বিয়ে (Wedding) সবকিছু নিয়ে খোলাখুলি কথা বললেন আদৃত নিজে।
পর্দার উচ্চেবাবু একসময় সম্পর্কে ছিলেন সুপ্রিয়ার সঙ্গে। শোনা গিয়েছিল, বিয়ের কথাও ভাবছেন তাঁরা। তবে গত বছরের শুরুর দিক থেকেই তাঁদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সেই সম্পর্ক ভাঙার পরেই অনস্ক্রিন দিদিয়ার সঙ্গে নাম জড়ায় অভিনেতার। এতদিন এই নিয়ে দু’জনে চুপ থাকলেও, আদৃতের জন্মদিনেই তাঁদের সমীকরণ পরিষ্কার হয়ে গিয়েছে।
জন্মদিনে কী উপহার দিলেন কৌশাম্বী? সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের তরফ থেকে এই প্রশ্ন রাখা হয়েছিল অভিনেতার সামনে। জবাবে আদৃত বলেন, ‘কৌশাম্বী আমায় খুব কাজের একটা জিনিস দিয়েছে। সেটা দিয়ে আমি ভবিষ্যতে মিউজিক ভিডিও বানাতে পারবো, ভিডিও এডিট করতে পারবো, মিউজিক এডিট করতে পারবো। একবার আমি শুধু বলেছিলাম যে এই জিনিসটা আমার দরকার আছে। জন্মদিনে সারপ্রাইজ হিসেবে দেখলাম ওটাই পেয়েছি’।
এই বছর আদৃতের জন্মদিন জামাইষষ্ঠীর দিন পড়েছিল। বাস্তবে কবে সাত পাকে বাঁধা পড়বেন অভিনেতা? একগাল হাসি নিয়ে অভিনেতা বলেন, ‘এখনও জামাই হওয়ার প্ল্যান আমি করিনি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আমি খুব চাপা। তবে দর্শক এত ভালোবাসা দিয়েছে যে হয়তো কিছুই আর ব্যক্তিগত নেই। কোনও কিছু লুকিয়ে করবো সেটা আমি বলছি না’।
আদৃতের সংযোজন, ‘আমি সোশ্যালি খুব বেশি সক্রিয় নই। পার্টি করতেও খুব একটা পছন্দ করি না। তবে এখন কিছুটা পরিবর্তন হয়েছে। তবে কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য তো থেকেই যায়। তবে এখন আমি নিজের জীবনকে অনেকটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছি। আমার জীবন নিয়ে যাদের আগ্রহ রয়েছে তাঁদের জন্য’।