• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কিছুতেই পিছু ছাড়ছেনা বিতর্ক! এবার এই বাংলাদেশী অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালো আদৃতের

Published on:

Mithai,মিঠাই,Adrit Roy,আদৃত রায়,Puja Cherry,পূজা চেরি,Bangladeshi Actress,বাংলাদেশি অভিনেত্রী,Tollywood,টলিউড

এখন বাংলার এক নম্বর সিরিয়াল বলতেই সকলের মুখে মুখে ঘোরে জি বাংলার মিঠাই সিরিয়ালের নাম। সিরিয়ালের নায়ক সিদ্ধার্থের ভূমিকায় অভিনয় করছেন আদৃত রায়(Adrit Roy)। এখন তিনিই বাংলা টেলিভিশনের হার্টথ্রব। বাংলার অসংখ্য তরুণীর ক্রাশ তিনি। তাই খুব স্বাভাবিকভাবেই তাঁর রিলেশনশিপ স্ট্যাটাস জানার জন্য মুখিয়ে থাকেন অসংখ্য অনুরাগী।

এমনিতে টলি পাড়ায় আদৃত রায়ের সম্পর্কের গুঞ্জন নতুন নয়। কিছুদিন আগেই শোনা গিয়েছিল চলতি বছরের নভেম্বরেই দীর্ঘদিনের প্রেমিকার সাথে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদৃত। জানা যায় দীর্ঘ ১০ বছরের সম্পর্ক তাদের। এরপর আবার কানাঘুষোতে উঠে আসে জনপ্রিয় টিভি অভিনেতা বিশ্ববসু বিশ্বাস, অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সাথে তাঁর ত্রিকোণ প্রেমের সম্পর্কের রসায়ন।

আদৃত রায় Adrit Roy

 

যদিও সময়ের সাথে ধামা চাপা পড়ে গিয়েছে সবটাই। উল্লেখ্য ‘মিঠাই’ আকৃতির প্রথম সিরিয়াল হলেও, ইতিপূর্বে বড় পর্দায় ‘নূরজাহান’, ‘প্রেম আমার ২’, ‘পরিনীতা’ এবং ‘পাসওয়ার্ড’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। আদৃত ব্যাক্তিগত বিষয় বরাবরই ব্যাক্তিগত রাখতেই পছন্দ করেন। সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ নন তিনি। তবে সম্পর্কের গুঞ্জন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর।

আদৃত রায় Adrit Roy

জানা যায় প্রথম সিনেমা নূরজাহান করতে গিয়েই সিনেমার নায়িকা পূজা চেরির (Puja Cherry) সাথে তাঁর সম্পর্ক তৈরি হয়। এরপর প্রেম আমার ২ সিনেমাতেও একসাথে জুটি বাঁধেন তাঁরা। সেসময় পূজা আর আদৃতর প্রেম নিয়ে টলি পাড়ায় শুরু হয় জোর গুঞ্জন। যদিও পরবর্তীকালে তাঁদের ব্রেক আপ হয়ে যায় বলে খবর। তবে জল্পনা উড়িয়ে আদৃতের দাবি ছিল, পূজা তাঁর শুধুই ভালো বন্ধু, প্রেমিকা নন। উল্লেখ্য পূজা আদতে বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী।

Mithai,মিঠাই,Adrit Roy,আদৃত রায়,Puja Cherry,পূজা চেরি,Bangladeshi Actress,বাংলাদেশি অভিনেত্রী,Tollywood,টলিউড

তাঁর জন্ম ২০০০ সালের ২০ অগাস্ট খুলনার গাজিরাহাটে। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে নিজের শিক্ষা শেষ করেন পূজা। একেবারে ছোটোবেলায় ওয়াশিংপাউডারের বিজ্ঞাপনের মডেল হয়ে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। এরপর দেখতে হয়ে ওঠেন ঢালিউডের জনপ্রিয় তরুণ তারকা। এখন বিজ্ঞাপন, সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥