মিঠাই (Mithai) সিরিয়াল ঘিরে দর্শকদের উন্মাদনার কমতি নেই। কিন্তু বিগত কয়েকমাস ধরে মনটা একেবারেই ভালো নেই মিঠাই ভক্তদের। এক তো টিআরপি স্কোর কমছে, দ্বিতীয়ত সিরিয়ালের প্রধান নায়ক নায়িকা অর্থাৎ মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) এবং সিড অভিনেতা আদৃত রায় (Adrit Roy)-এর মধ্যে সম্পর্কের ফাটলের কথা শোনা যাচ্ছে।
তাই বিগত কিছুদিন ধরে এই মিঠাই ভক্তদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে আদৃত-সৌমিতৃষার সম্পর্কের তিক্ততা। টেলিপাড়ার গুঞ্জন সিরিয়ালের সহ অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সাথে সম্পর্কের কারণেই ফাটল ধরেছে আদৃত সৌমিতৃষার সম্পর্কে। যার প্রভাব পড়েছে সিরিয়ালে। নেটিজেনদের একাংশের দাবি সিরিয়ালের প্রধান নায়ক নায়িকার সম্পর্কে তিক্ততার কারণে বিগত কিছুদিন ধরেই প্রকাশ্যে আসছে না মিঠাই সিরিয়ালের নতুন প্রমো।
এ বিষয়ে আগেই মুখ খুলেছিলেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা। তিনি স্পষ্ট জানিয়েছিলেন তাদের সম্পর্ক যেমনই হোক না কেন তার কোন প্রভাব এই সিরিয়ালের উপর পড়বে না। তাই দর্শকদের কাছে তিনি অনুরোধ জানিয়েছিলেন সিরিয়ালটাকে যেন তারা আর একইরকম ভাবে ভালোবাসা দিয়ে যান। আর এরই মধ্যে সম্প্রতি আদৃত-সৌমিতৃষার সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছিলেন সিডের পর্দার বাবা সমরেশ অর্থাৎ অভিনেতা কৌশিক চক্রবর্তী।
অভিজ্ঞই অভিনেতা আসল অভিভাবকের মতোই পাশে দাঁড়িয়ে ছিলেন আদৃত-সৌমিতৃষার। দর্শকদের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন এসব গুজবে কান না দেওয়ার জন্য। পাশাপাশি তিনি বলেছিলেন দশটা বাটি থাকলে তাতে ঠোকাঠুকি তো লাগবেই আবার মিটেও যাবে। তবে বক্তব্যের শেষে অভিনেতা জানিয়েছিলেন মান অভিমান হবেই আবার ভালবাসাও হবে। আর তার পরেই এবার এতদিনে সৌমিতৃষার সাথে সম্পর্কের অবনতি প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং উচ্ছেবাবু অভিনেতা আদৃত রায়।
অভিনেতা বলেছেন এই ধরনের অনেক গুজব কানে আসে ঠিকই কিন্তু এইসবে গুজবে কান না দিয়ে সকলের উচিত সিরিয়ালে সকলের অভিনয়টাকে উপভোগ করা। এই কথা প্রসঙ্গেই অভিনেতা জানিয়েছেন ‘নুরজাহান’ সিনেমায় অভিনয় করার সময় থেকেই তিনি এই ধরনের নানা রকম মন্তব্য শুনে আসছেন। একসময় নাকি সোশ্যাল মিডিয়া তাকে মেরে ফেলার কথাও বলেছিলেন এক নেটিজেন। তাই সেই থেকেই সোশ্যাল মিডিয়ায় কমেন্টস পড়া বা গুজবে কান দেওয়া বন্ধ করে নিজের কাজটাই মন দিয়ে করতে ভালোবাসেন আদৃত।