• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০ বছর ভালোবাসার পরেও অন্য পুরুষকে বিয়ে করেছে প্রেমিকা! ‘ও ভালো থাকুক’ প্রাক্তনকে নিয়ে মুখ খুললো আদৃত

এই মুহুর্তে টলিপাড়ার সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ বললেও কম বলা হয়। তার জ্বরে কাবু পুরো মহিলা মহল। যেমন অভিনয়, পার্সোনালিটি, তেমন সুন্দর গানের গলা, আর ‘গুড লুকিং’ শব্দটা যেন তার জন্যই তৈরি। কথা হচ্ছে সকলের প্রিয় মিঠাইয়ের ‘উচ্ছেবাবু’ বা আদৃতকে নিয়েই। সর্বক্ষণই শিরোনামে থাকেন তিনি। তবে গত কয়েকদিন ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে চলছে যথেচ্ছ কাটাছেঁড়া।

এখন টলিউডের নতুন ক্রাশ বলতে গেলে আগেই আসে আদৃতের নাম। পর্দায় মিঠাই – উচ্ছেবাবুর জুটি দেখে চোখ জুড়োয় অনুরাগীদের। প্রতিনিয়ত যার প্রেমে টপাটপ পড়ছে মেয়েরা সেই আদৃতেরই ভেঙেছে মন, শুধু মন কেন বিয়েও ভেঙেছে তার।

   

Mithai,soumitrisha kundoo,adrit roy,zee bangla,মিঠাই,আদৃত রায়,সৌমিতৃষা কুন্ডু,বাংলা সিরিয়াল,ধুতি,প্রেম,সুপ্রিয়া,adrit roy love story

গত বছরই গুঞ্জন শোনা যাচ্ছিল নভেম্বরেই সাত পাক ঘুরবেন অভিনেতা আদৃত রায়। কে হবে সেই পাত্রী তা নিয়ে খোঁজ খোঁজ রব ও উঠেছিল টলিপাড়ায়। তবে আদৃত কোনোওরকম লুকোচুরি না করেই সকলের সাথে আলাপ করিয়ে দিয়েছিলেন দীর্ঘদিনের প্রেমিকাকে। এক দু বছর নয় প্রেমিকা সুপ্রিয়ার সাথে প্রায় এক দশক সম্পর্কে ছিলেন আদৃত। কিন্তু গত কয়েকদিন আগেই আদৃতের প্রাক্তন সুপ্রিয়াকে অন্য এক যুবকের সাথে বাগদান সেরে নিতে দেখা যায়, এরপর থেকেই উত্তাল সোশ্যাল মিডিয়া।

মিঠাই সিদ্ধার্থ Mithai Sidharth Actor AdritRoy would be wife photo Adrit Supriya

প্রথমে এই ব্যাপারে কোনোও উচ্চবাচ্য করতে দেখা যায়নি আদৃতকে। অবশেষে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজোর দিনেই প্রাক্তন প্রেমিকাকে নিয়ে মুখ খুললেন আদৃত। রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউজের সরস্বতী পুজোতেই উপস্থিত হয়েছিলেন আদৃত আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

Mithai,soumitrisha kundoo,adrit roy,zee bangla,মিঠাই,আদৃত রায়,সৌমিতৃষা কুন্ডু,বাংলা সিরিয়াল,ধুতি,প্রেম,সুপ্রিয়া,adrit roy love story

প্রথমেই তাকে জিজ্ঞেস করা হয় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। আদৃত এই প্রসঙ্গে সাফ জানান, ‘সকলের ভালো থাকাটাই খুব জরুরি। হয়ত দুটো মানুষ ভালোবাসলেও একসাথে ভালো থাকতে পারেনা, আর তাই আমরাও পারিনি, ও ভালো থাকুক। ‘ এবার আদৃতের সরস্বতী পুজোর সাজেও বিশেষ জাঁকজমক দেখা যায়নি। বরং এক্কেবারে সাদামাটা জ্যাকেট ডেনিমেই নিয়ম রক্কা করতে এসেছিলেন তিনি।