• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দিদিয়া’র সাথে বাস্তবে প্রেম করছেন উচ্ছেবাবু! কৌশাম্বীর সাথে সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন আদৃত রায়

adrit roy,kaushambi chakraborty,mithai,relationship,uchchebabu

জি বাংলার ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের দৌলতে এই নায়ক সিড (Sid) অর্থাৎ সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়কে (Adrit Roy)কে চেনেন! এই বাংলার অসংখ্য তরুণীর বং ক্রাশ তিনি। নতুন বছরের শুরুতেই একটা বড়সড় ধাক্কা খেয়েছেন অভিনেতা। ১০ বছরের প্রেমিকা সুপ্রিয়া আচমকাই আদৃতকে ছেড়ে আংটি বদল সেরে ফেলেছেন। প্রিয় তারকার এই বিচ্ছেদের খবর নিয়ে ঢি ঢি পড়ে গিয়েছিল সর্বত্র।

তারপর আদৃতের বিচ্ছেদের খবর এক্কেবারে ভুলিয়ে দিয়েছিল তার নতুন প্রেমের গুঞ্জন। টিনসেল টাউনে রটে গিয়েছিল উচ্ছেবাবু প্রেম করছেন ‘মিঠাই’ ধারাবাহিকেই তার দিদিয়ার চরিত্রে অভিনয় করা কৌশাম্বি চক্রবর্তীর (Kaushambi Chakraborty)। অর্থাৎ সিরিয়ালের আদৃতের পিসতুতো দিদি অর্থাৎ দিদিয়ার সাথেই বর্তমানে চুটিয়ে প্রেম করছিলেন বাংলার বংক্রাশ। শোনা যাচ্ছিল, মিঠাইয়ের সেট থেকেই একে অপরের প্রেমে পড়েছেন তারা। বলাই বাহুল্য, সবটাই ছিল রটনা কেননা এর আগে পর্যন্তও এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি দুই তারকার কাউকেই।

adrit roy,kaushambi chakraborty,mithai,relationship,uchchebabu

অবশেষে এই দীর্ঘ বিতর্কে ইতি টানলেন মিঠাই-য়ের রিকি দ্য রকস্টার৷ শুক্রবার তিনি সোশ্যাল মিডিয়ায়, একটি পোস্ট শেয়ার করে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটালেন। কৌশাম্বীর সঙ্গে একটি ছবি শেয়ার করলেন তিনি, আর ছবির ক্যাপশনে বড় বড় করে তিনি লিখে দিয়েছেন তারা কেবলই ‘বেস্ট ফ্রেন্ড’।

adrit roy,kaushambi chakraborty,mithai,relationship,uchchebabu

নেটিজেনদের এক হাত নিয়ে আদৃত লেখেন, “দুটো মানুষ যারা কারোর বিষয়ে নাক গলায়না, তবুও লোকের কাজ আমাদের নিয়ে বলা, আর আমাদের কাজ আমাদের মতো বিন্দাস চলা। বেস্টফ্রেন্ডের সাথে”। বলাই বাহুল্য মিষ্টি ভাষাতেই, আদৃত কৌশাম্বীর সাথে তার সম্পর্ক সকলের কাছে পরিষ্কার করলেন৷ তবুও নেটিজেনদের একাংশের দাবি, তারা বন্ধু নন, প্রেমিক প্রেমিকাই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥