বাংলা টেলিভিশনের (Television) অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। এই সিরিয়ালে অভিনয় করে আদৃত রায় (Adrit Roy) এবং সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) হয়ে উঠেছেন দর্শকদের নয়নের মণি। সেই সঙ্গেই হাজার হাজার অনুরাগীর ‘ক্রাশ’ তাঁরা। যদিও সম্প্রতি সকলের মন ভেঙে পর্দার উচ্চেবাবু জানিয়ে দিয়েছেন, তিনি মোটেই সিঙ্গেল নন। বরং চুটিয়ে প্রেম করছেন।
ভ্যালেন্টাইনস ডে’র (Valentine’s Day) আগে আকাশে বাতাসে যখন প্রেমের হাওয়া বইছে ঠিক তখনই নিজের প্রেমের গুঞ্জনে শিলমোহর দেন আদৃত। সেকথা জানাজানি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুরু হয়েছে এক হুলস্থূল কাণ্ড। কিন্তু এবার সম্পূর্ণ বিষয়টিতে এবার মেজাজ হারালেন ‘মিঠাই’ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। শুধু মেজাজ হারানোই অবশ্য নয়, রীতিমতো হুমকি দিয়েছেন মিঠাইরানী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আদৃতের সামনে প্রশ্ন রাখা হয় তিনি প্রেমিক হিসেবে ঠিক কেমন? জবাবে অভিনেতা বলেন, ‘এটা যার সঙ্গে আমি প্রেম করছি সে বলতে পারবে। আমার মনে হয় আমার মতোও প্রেমিক আর নেই। তবে মাঝেমধ্যে এটাও মনে হয় যে এভাবে প্রতিক্রিয়া না দিলেও হতো। আসলে সম্পূর্ণ বিষয়টা তাঁকে জিজ্ঞেস করাই ভালো, সে আমায় কীভাবে সহ্য করে’।
আদৃত খুল্লমখুল্লা প্রেম করার কথা স্বীকার করলেও নিজের প্রেমিকার নাম প্রকাশ করেননি। এরপর থেকেই আদৃতের উল্লেখ করা ‘তাঁকে’টা কে তা নিয়ে নানান জল্পনা শুরু হয়। সেই রহস্যময়ী নারীর খোঁজ করতে গিয়ে অনেকে অভিনেতার সঙ্গে তাঁর রিল লাইফ স্ত্রী সৌমিতৃষার নাম জুড়ে পোস্ট করা শুরু করেন। আর তাতেই মেজাজ হারান মিঠাইরানী।
একটি ফ্যানের তরফ থেকে শেয়ার করা পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সৌমিতৃষা লেখেন, ‘মিথ্যে খবর রটাবে না। রিল এবং রিয়েলের মধ্যেকার তফাৎ বুঝতে শেখো। সাবধান করে দেওয়া হলো। এরপর যারা এরকম করবে তাঁদের আমি সরাসরি ব্লক করে দেব’।
বহুদিন ধরেই টেলিপাড়ায় কান পাতলে শোনা যায়, অনস্ক্রিন ‘দিদিয়া’ তথা কৌশাম্বির সঙ্গে প্রেম করছেন আদৃত। তাঁদের অফস্ক্রিন রসায়ন নজর এড়ায় না কারোর। যদিও আদৃত-কৌশাম্বি এর আগে একে অপরের ‘বেস্ট ফ্রেন্ড’ বলেছেন। তবে গুঞ্জন শোনা যায়, এই বন্ধুত্বের গভীরতা অনেকখানি। অপরদিকে আবার শোনা গিয়েছিল, অনস্ক্রিন স্বামীর প্রতি নাকি দুর্বল সৌমিতৃষা। যদিও তিনি নিজেই সেই খবর ‘ভুয়ো’ বলে খারিজ করে দিয়েছিলেন।