• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে ভাঙল মিঠাই-য়ের উচ্ছেবাবুর! দীর্ঘদিনের প্রেমিকা আদৃতকে ছেড়ে আংটি পরালেন অন্য পুরুষকে

Published on:

adrit roy,mithai,supriya mondal,wedding,siddarth,অদ্রিত রায়,মিঠাই,সুপ্রিয়া মন্ডল,বিয়ে,সিদ্ধার্থ,আদৃত রায়

বর্তমানে জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) সিরিয়ালের সিদ্ধার্থ ওরফে অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। মহিলাদের নতুন ক্রাশ বলতে গেলে আগেই আসে আদৃতের নাম। পর্দায় মিঠাই – উচ্ছেবাবুর জুটি দেখে চোখ জুড়োয় অনুরাগীদের। প্রতিনিয়ত যার প্রেমে টপাটপ পড়ছে মেয়েরা সেই আদৃতেরই এবার ভাঙল মন, শুধু মন কেন বিয়েও ভেঙেছে তার।

গত বছরই গুঞ্জন শোনা যাচ্ছিল নভেম্বরেই সাত পাক ঘুরবেন অভিনেতা আদৃত রায়। কে হবে সেই পাত্রী তা নিয়ে খোঁজ খোঁজ রব ও উঠেছিল টলিপাড়ায়। তবে আদৃত কোনোওরকম লুকোচুরি না করেই সকলের সাথে আলাপ করিয়ে দিয়েছিলেন দীর্ঘদিনের প্রেমিকাকে। এক দু বছর নয় প্রেমিকা সুপ্রিয়ার সাথে প্রায় এক দশক সম্পর্কে ছিলেন আদৃত।

মিঠাই সিদ্ধার্থ Mithai Sidharth Actor AdritRoy would be wife photo Adrit Supriya

এবার এই সম্পর্ক ভাঙার সাথে সাথে বিয়েও ভাঙল আদৃতের। গত নভেম্বরেই যেখানে সাতপাক ঘোরার কথা ছিল আদৃত সুপ্রিয়ার, সেখানে নতুন বছর পড়ে যাওয়ার পরেও কোনোও উচ্চবাচ্য দেখা যাচ্ছিল না তাদের৷ অবশেষে প্রকাশ্যে এলো আসল কারণ। যা দেখে রীতিমতো হতবাক সকলে।

adrit roy,mithai,supriya mondal,wedding,siddarth,অদ্রিত রায়,মিঠাই,সুপ্রিয়া মন্ডল,বিয়ে,সিদ্ধার্থ,আদৃত রায়

আজ্ঞে আদৃতকে ছেড়ে ইতিমধ্যেই অন্য পুরুষের হাতে আংটি পরিয়ে বাগদান সেরে ফেলেছেন উচ্ছে বাবুর প্রেমিকা৷ সকলে প্রথমে ভেবেছিলেন অতিমারীর কারণেই বুঝি বিয়ে পিছিয়েছে। কিন্তু পরে টের পাওয়া গেল আসল গল্প অন্য। আদৃতের সাথে বিয়ে ভেঙে অন্য প্রেমিকের সাথেই সাতপাক ঘুরবেন সুপ্রিয়া।

এদিন ইন্সটাগ্রামের স্টোরিতে আংটিবদলের ছবিও শেয়ার করেছিলেন তিনি। এর আগে আদৃত সুপ্রিয়ার সাথে সাথে অভিনেত্রী অনামিকা সাহাকেও দেখা যেত। কিন্তু আদৃতের সাথে বিয়ে ভাঙার পরেও, সুপ্রিয়ার আংটি বদলের অনুষ্ঠানে গিয়েছেন অনামিকা। সব মিলিয়ে ব্যাপারটা যে বেশ কঠিন হয়ে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। বিভিন্ন পার্টি বন্ধু মহলেও সুপ্রিয়াকে সাথে নিয়ে যেতেন আদৃত, অথচ আজ তারই নাকের ডগা দিয়ে বিয়ে সারলেন সুপ্রিয়া।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥