• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মিঠাই’য়ের সেটেই চলছে খুল্লমখুল্লা প্রেম! আদৃত-কৌশাম্বীর ভিডিও ভাইরাল হতেই ধরে ফেলল দর্শকরা

বাংলার টেলি ইন্ডাস্ট্রিতে কান পাতলেই এখন আদৃত রায় (Adrit Roy) এবং কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty) প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। নিজেদের সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ‘মিঠাই’ খ্যাত এই দুই তারকা। কিন্তু তাই বলে কি লোকের মুখ বন্ধ থাকে! দিদিয়া আর উচ্ছেবাবুর প্রেম এখন নেটিজেনদের গসিপের হট টপিক। এসবের মাঝেই এবার দুই তারকার একটি ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে যা দেখে সব জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে দর্শকদের কাছে।

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত সবচেয়ে পুরনো ধারাবাহিক হল ‘মিঠাই’। গত আড়াই বছরেরও বেশি সময় ধরে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে আসছে এই সিরিয়াল। এই সিরিয়ালে অভিনয় করেই বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন নায়িকা সৌমিতৃষা কুণ্ডু এবং নায়ক আদৃত রায়। যদিও শুধুমাত্র নায়ক-নায়িকাই নন, ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করা কলাকুশলীদের জনপ্রিয়তাও ব্যাপক।

   

Mithai, Mithai serial, Mithai serial cast

সম্প্রতি যেমন একটি নামী ইউটিউব চ্যানেল পৌঁছে গিয়েছিল ‘মিঠাই’য়ের সেটে। সেই চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েছে হল্লাপার্টির নানান খুনসুটির নানান মুহূর্ত। শ্যুটিংয়ের মাঝে একটুঁ বিরতি পেয়েই আড্ডা দিতে বসে গিয়েছিলেন মিঠাই, সোম, তোর্সা, রাজীব, শ্রীরা। নিজেদের মধ্যেই খুনসুটিতে মেতেছিলেন তাঁরা।

তবে হল্লাপার্টির সেই আড্ডায় মিসিং ছিল দু’জন। তাঁরা হলেন পর্দার দিদিয়া তথা কৌশাম্বী এবং সিদ্ধার্থ অভিনেতা আদৃত। আর দর্শকদের নজরও গিয়ে আটকায় তাঁদের দিকে। ভিডিওয় দেখা যায়, সেটের এক কোণায় বসে আলাদা করে খুনসুটিতে মজেছেন টেলি পাড়ার এই চর্চিত জুটি।

Adrit Roy and Kaushambi Chakraborty, Adrit Kaushambi

দেখা যাচ্ছে, কৌশাম্বীর এক হাতে রয়েছে চিত্রনাট্য এবং অপর হাতে ফোন। কোনও কারণে প্রচণ্ড হাসছিলেন তিনি। এরপর আচমকাই আদৃত তাঁর হাত থেকে ফোন কেড়ে নেন। তারপর নিজেই একমনে সেই ফোন ঘাঁটতে আরম্ভ করে দেন তিনি। সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলের ভিডিওয় ধরা পড়েছে সম্পূর্ণ দৃশ্য। আর এই দৃশ্য দেখে অবাক হয়ে যান নেটিজেনরা।

হল্লাপার্টির আড্ডা ছেড়ে সকলের নজর গিয়ে পড়ে আদৃত-কৌশাম্বীর ওপর। একজন যেমন লিখেছেন, এতদিন প্রেমের গুঞ্জন শুনলেও একটু সন্দেহ ছিল। তবে এখন আর কোনও সন্দেহ রইল না। কারোর আবার কটাক্ষ, কৌশাম্বীর ফোনটাও কন্ট্রোল করে আদৃত! একেবারে ‘নিব্বা নিব্বি’ জুটি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়ে তোলপাড় হলেও এখনও পর্যন্ত মুখ খোলেননি আদৃত-কৌশাম্বী কেউ।

site