• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক হাঁড়ি ভাত ২০টা রুটি খেয়েও স্লিম, শুভশ্রীকে কোলে তুলে চমকে দিলেন ‘লেডি বাহুবলী’ অদৃজা

Published on:

Adrija Roy takes Subhashree Ganguly in her lap Video

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অদৃজা রায় (Adrija Roy)। একাধিক সুপারহিট বাংলা সিরিয়ালের (Bengali Serial) পাশাপাশি সুন্দরী ছিপছিপে ফিগারের এই অভিনেত্রীকে দর্শক দেখেছেন রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’ (Parineeta) সিনেমায়।

আজ থেকে প্রায় চার বছর আগে অর্থাৎ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন অদৃজা। এই সিনেমায় অদৃজার অভিনয়ের পাশাপাশি একটি দৃশ্য আজও চোখে লেগে রয়েছে দর্শকদের। আর সেটা হল অদৃজার শুভশ্রীকে কোলে তুলে নেওয়ার দৃশ্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অদৃজা রায়,Adrija Roy,পরিণীতা,Parineeta,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,দাদাগিরি,Dadagiri,রাজ্ চক্রবর্তী,Raj Chakraborty,দিদি নাম্বার ওয়ান,Didi No 1

কিন্তু এমন সুন্দর তন্বী ফিগারের অভিনেত্রী হয়েও শুভশ্রীর মতো লম্বা এবং অপেক্ষাকৃত একটু বেশি মোটাসোটা অভিনেত্রীকে তিনি এক ঝটকায় কিভাবে কোলে তুলে নিলেন অদৃজা? একবার জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দাদাগিরির মঞ্চে এসে অভিনেত্রীর সেই সিক্রেট ফাঁস করেছিলেন খোদ পরিচালক রাজ চক্রবর্তী।

সম্প্রতি দাদাগিরির সেই পর্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে এদিন সকলের সামনে হাটে হাঁড়ি ভেঙে রাজ জানান অদৃজা  নাকি একাই একসাথে এক হাঁড়ি ভাত, কুড়িটা  রুটি আর ১৫টা পারসে মাছ খেয়ে নিতে পারেন। আর তাই নাকি তাঁর গায়ে এতো জোর। যা শুনে সঞ্চালক বলেন সেগুলো যায় কোথায়? এরপরেই দেখা যায় পাটকাঠির মতো চেহারার  অদৃজা অবলীলায় শুভশ্রীকে কোলে তুলে নিয়ে ঘুরপাক খাচ্ছেন।

এছাড়া একবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে পরিণীতার শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে অদৃজা বলেন,’প্রোডাকশনে দাদারা আমায় খেতে দিয়ে আর কাছে আসত না। ভাত, ডাল সব দিয়েছে। কিন্তু আমার এতটুকুতে হতো না। মনে হতো খাবার পর আমার পাতে যতটা পড়ে থাকে সেটুকু আমায় দিয়েছে।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,অদৃজা রায়,Adrija Roy,পরিণীতা,Parineeta,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,দাদাগিরি,Dadagiri,রাজ্ চক্রবর্তী,Raj Chakraborty,দিদি নাম্বার ওয়ান,Didi No 1

অভিনেত্রীর মুখে একথা শুনে স্তম্ভিত হয়ে যান ফিগার কনসাস সঞ্চালিকা খোদ রচনা বন্দোপাধ্যায়। তিনি বলে ওঠেন, ‘আমি যা শুনছি সেটা বাস্তবে ভেবে উঠতে পারছি না!’ এছাড়াও অদৃজা দিদি নম্বর ওয়ানের মঞ্চে জানান তিনি আর তাঁর বাবা নাকি খাবারের প্রতিযোগিতা করেন। একবার পিসির বিয়েতে তাঁর বাবা ২৪ টা আর তিনি ১৩টা রসগোল্লা খেয়েছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥