বাঙালি অভিনেত্রী আদ্রিজা রায় (Adrija Roy), বেশ কিছুদিন হল টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। এর মধ্যেই বেশ নাম কমিয়ে ফেলেছেন অভিনেত্রী। সিরিয়াল থেকে শুরু করে সিনেমা সবেতেই নিজের অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়েছেন অভিনেত্রী। জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘সন্ন্যাসী রাজা’তে খোলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন আদ্রিজা। সিরিয়ালের অভিনেত্রীর অভিনয় বেশ প্রসংশিত হয়েছিল। আর এর ফলে দারুন জনপ্রিয়তাও পেয়েছিলেন আদ্রিজা।
যদিও ‘সন্ন্যাসী রাজা’ সিরিয়াল আদ্রিজার প্রথম সিরিয়াল ছিল না। ‘বেদেনি মলুয়ার কথা’ নামক সিরিয়ালের হাত ধরে প্রথম সিরিয়ালের জগতে আসেন আদ্রিজা। সিরিয়ালটি রাজ চক্রবর্তী প্রোডাকশনের দ্বারা পরিচালিত ছিল। এরপর আদৃজা ‘পরিণীতা’ ছবিতেও কাজ করেছেন। ছবিতে টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী ও অভিনেতা ঋত্বিকের সাথে অভিনয় করেছিলেন আদ্রিজা।
বর্তমানে আদ্রিজা টলিপাড়ার এক অভিনেতার সাথে প্রেম করছেন। আর সেই কারণে বেশ চর্চায় রয়েছেন আদ্রিজা রায়। আসলে টেলিভিশন অভিনেতা ক্রুশাল আহুজার সাথে প্রেম করছেন অভিনেত্রী। কিছুদিন আগে একসাথে গোয়াতে একসাথে ঘুরতেও গিয়েছিলেন দুজনে। তবে দুজনে একসাথে কোনো ছবি শেয়ার করেননি। যদিও দুজনে যে একই সাথে সেখানে গিয়েছেন ও ছুটি কাটাচ্ছেন তা বুঝতে দেরি হয়নি নেটিজনদের।
অভিনেত্রী আদ্রিজা যে শুধুই ভালো অভিনয় করেন তা নয়, আসলে আদ্রিজার যা ফিগার রয়েছে তাতে ছবির নায়িকা হয়ে যেতেই পারেন। সোশ্যাল মিডিয়াতে আদ্রিজার বোল্ড ছবিগুলি অন্তত তাই বলে! সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় আদ্রিজা। ৪ লক্ষেরও বেশ ফলোয়ার রয়েছে অদ্রিজার ইনস্টাগ্রামে। আর সেখানে ছবি বা ভিডিও শেয়ার করলেই তা ভাইরাল হয়ে পরে নিমেষের মধ্যে।
আর সমস্ত নায়িকাদের মতো চুপচাপ ছিমছাম নন আদ্রিজা রায়, বরং তিনি অনেক বেশি ছটফটে এবং টমবয় গোছের। সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, খোলা চুলে নিয়েই গাড়ি চালাচ্ছেন আদ্রিজা, সাথে নাচ মেরি রানি গানে রীতিমতো নাচছেন অভিনেত্রী। ইতিমধ্যেই এই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে।
View this post on Instagram