• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেন হটাৎ ‘Alvida’ লিখে সব পোস্ট মুছেছিলেন? ভক্তদের চিন্তা নিজেই দূর করলেন আদনান সামি

Updated on:

Adnan Sami talks about his Alvida post

সম্প্রতি নেটিজেনরা পদ্মশ্রী (Padmashree) পুরস্কার প্রাপ্ত গায়ক আদনান সামিকে (Adnan Sami) নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন। গায়ক আচমকাই তাঁর ইনস্টাগ্রাম থেকে সকল পোস্ট মুছে ফেলেন। শুধুমাত্র একটি ভিডিও শেয়ার করে ‘আলভিদা’ (Alvida) লিখে বিদায় নেন গায়ক। এরপর থেকেই তাঁকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন তাঁর অগণিত ভক্তরা। তবে এবার এই নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন আদনান।

সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় আদনান নিজের ‘আলভিদা’ পোস্ট নিয়ে মুখ খোলেন। এই প্রসঙ্গে কথা বলার সময় গায়ক বলেন, অনুরাগীদের ভয় দেখানো তাঁর উদ্দেশ্য ছিল না। কিন্তু অনেকেই তাঁর এই পোস্টটিকে খারাপ ভাবে নিয়েছিলেন।

Adnan Sami sad

আদনানের কথায়, ‘আমি শুধু নিজের নতুন গান ‘আলভিদা’র কথা ঘোষণা করতে চেয়েছিলাম। আমি নিজে কিছু মুছে ফেলিনি। আমি শুধু সব পোস্ট আর্কাইভ করে দিয়েছিলাম। কারণ আমি আবার নতুন করে শুরু করতে চেয়েছিলাম। কিন্তু মানুষেরা নিজেদের মতো করে গল্প তৈরি করে নিয়েছিলেন যে আমি সামাজিক মাধ্যম থেকে বিদায় নিচ্ছি, গানের ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিচ্ছি নাকি এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আসলে কথায় আছে না ‘যত বেশি মুখ তত বেশি কথা’।

তবে শুধু এটুকুই নয়, অনেক অনুরাগীরা তাঁকে নিয়ে যে চিন্তায় পড়ে গিয়েছিলেন, সেই কথাও বলেছেন গায়ক। আদনান জানিয়েছেন, অনেকে তাঁকে মেসেজও করেছিলেন। এই জিনিসগুলির জন্য তিনি খুবই কৃতজ্ঞ।

Adnan Sami

আদনান প্রায় দীর্ঘ ২ বছর পর তাঁর নতুন সিঙ্গেল রিলিজ করছেন। সারা বিশ্বে আদনানের অগণিত শ্রোতারা তাঁর অ্যালবামের জন্য বহু দিন ধরে অপেক্ষা করছিলেন। অবশেশ এসে গিয়েছে সেই দিন। তবে গায়ক এবার জানিয়ে দিয়েছেন, এবার থেকে অল্প সময়ের ব্যবধানে অ্যালবাম রিলিজ করবেন তিনি। শ্রোতাদের আর এত সময় অপেক্ষা করাবেন না।

৫০ বছর বয়সি এই গায়কের সারা বিশ্ব জুড়ে প্রচুর অনুরাগী রয়েছে। তাঁর গাওয়া ‘লিফট করাদে’, ‘ন্যায়েন সে ন্যায়েন’ গানগুলি তো এখনও অনুরাগীদের গুনগুন করতে শোনা যায়। এবার সেই গায়কই তাঁর নতুন সিঙ্গল ‘আলভিদা’ নিয়ে ফের শ্রোতাদের মনে রাজত্ব করতে আসছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥