• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালো নেই আদনান সামি! সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্ট মুছে ‘Alvida’ লিখলেন গায়ক, চিন্তিত ভক্তরা

Updated on:

Adnan Sami deletes all his instagram post, writes Alvida

‘আলভিদা’ (Alvida), শুধু এটুকুই লেখা রয়েছে। আর সেই ভিডিও শেয়ার করেই আচমকা বিদায় নিলেন জনপ্রিয় গায়ক আদনান সামি (Adnan Sami)। প্রিয় গায়কের হঠাৎ করে কী হল? তিনি এখন কেমন আছেন, আপাতত সেই চিন্তাতেই এখন উদ্বেগে সময় কাটাচ্ছেন তাঁর সকল অনুরাগীরা।

মঙ্গলবার আদনান তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সকল পোস্ট (Instagram post) মুছে ফেলেন। এত দিন ধরে যা ছবি, ভিডিও শেয়ার করেছিলেন, নিজের জীবনের নানান মুহূর্ত- সব কিছু এক লহমায় মুছে শুধুমাত্র ‘আলভিদা’ লেখা একটি ভিডিও শেয়ার করে ভক্তদের থেকে বিদায় নেন তিনি।

Adnan Sami,Adanan Sami deletes instagram post,Adanan Sami alvida,bollywood,entertainment,আদনান সামি,আদনান সামি ইনস্টাগ্রাম পোস্ট,আদনান সামি আলভিদা,বলিউড,বিনোদন

আদনানের এই পোস্টকে তাঁর অনেক ভক্ত অশনি সংকেত হিসেবে দেখছে। একজন যেমন সঙ্গে সঙ্গে সেখানে কান্নার ইমোজি সহযোগে কমেন্ট করেছেন, ‘না’। আর একজন আবার লিখেছেন, ‘কী???? আপনি ঠিক আছেন তো?’ তবে কেউ কেউ আবার বলছেন, এটি তাঁর আগামী গানের ঘোষণার পরিকল্পনাও হতে পারে। একজন যেমন লিখেছেন, ‘এই গানটি আসছে?’

পাকিস্তানে জন্মগ্রহণ করা আদনান বরাবর ভারতকে প্রচণ্ড ভালোবাসেন। ২০১৬ সালে ভারতীয় নাগরিকত্ব পান তিনি। ২০০০ সালে মুক্তি পেয়েছিল তাঁর অ্যালবাম ‘লিফট করাদে’। সেখান থেকে শুরু জনপ্রিয়তা পাওয়া। সময়ের সঙ্গে সেই জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে এবং আদনানও নিজের গানের মাধ্যমে শ্রোতাদের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Adnan Sami (@adnansamiworld)

 

তবে সাম্প্রতিক অতীতে গায়ক নিজের গানের চেয়েও বেশি তাঁর ট্রান্সফরমেশনের জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছেন। ২৩০ কেজি ওজন থেকে কীভাবে তিনি এখন একেবারে ফিট হয়ে গিয়েছেন, তা নজর কেড়েছে ভক্তদের। আদনানের নতুন লুকের তারিফও করেছেন প্রত্যেকে।

গত জুন মাসেই তিনি সামাজিক মাধ্যমে একার এবং স্ত্রী ও মেয়ের সঙ্গে নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। যা দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন নেটিজেনরা। তবে এবার সেই গায়কই কেন আচমকা ‘আলভিদা’ বলে বিদায় নিলেন, তা চিন্তায় ফেলেছে ভক্তদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥