সপ্তাহজুড়ে চলতে থাকা বিনোদনমূলক অনুষ্ঠানগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি হিন্দি হিন্দি নাচের রিয়েলিটি শো হল ‘ডান্স দিওয়ানে জুনিয়র’ (Dance Dewane Junior)। এই সিজনের শুরু থেকে দর্শকদের নজর কেড়েছে গুজরাটের সুরাটের বাসিন্দা তথা নৃত্যশিল্পী আদিত্য বিনোদ পাটেল (Aditya Vinod Patil)। গতকাল অর্থাৎ রবিবার ছিল এই সিজনের অন্তিম পর্ব। এদিন এই শোএর বিজেতার ট্রফি জেতার সাথে সাথে পুরস্কার হিসাবে নগদ ২০ লক্ষ টাকার চেক পেয়েছে ছোট্ট আদিত্য।
মাত্র ৮ বছর বয়সেই এই খুদে নৃত্য শিল্পী বিভিন্ন ধরনের ডান্স পার্ফমেন্স দিয়ে তাকে লাগিয়ে দিয়েছিলেন গোটা সিজন।এই বয়সেই আদিত্য হলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফের দারুন ভক্ত। শো-এর সকল বিচারকরা এই প্রতিযোগীকে আদর করে ‘সিক্স প্যাক অ্যাবস’ নাম দিয়েছিলেন। এই নৃত্যশিল্পীর মেন্টর ছিলেন কনটেম্প্রয়ডারি কোরিওগ্রাফার প্রতীক উতেকার।
এই শো জিতে নিজের দাদুর স্বপ্ন পূরণ করার কথা জানিয়ে আদিত্য বলেছেন ‘আমি কখনও ভাবিনি আমি এই শো জিতবো। আমি খুশি যে আমি আমার ঠাকুরদার স্বপ্ন পূরণ করতে পেরেছি। এইভাবেই গতকাল শেষ হয়েছে এই নাচে শোএর অপ্রথম সিজনের অন্তিম পর্ব। আদিত্য ছাড়াও এই শোএর অন্যান্য ফাইনালিস্ট রা হলেন প্রতীক কুমার এবং গীত কৌর বাগ্গা।
এই শোতে বিচারক হিসেবে মারজি পেস্টনজি ছাড়াও শুরু থেকে বিশেষভাবে নজর কেড়েছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীতু কাপুর। এদিন ডান্স দেওয়ান এর মঞ্চে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন আমির খান। ডান্স দিওয়ানের মঞ্চ এসে এদিন তাকে নিতু কাপুরের সাথে ‘এ কেয়া বলতি তু’ গানে নাচ করতে দেখা গিয়েছে।
শোএর গ্রান্ড ফিনালের দিন এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেতা তথা নীতু কাপুরের ছেলে রণবির কাপুর। এদিন এই শোয়ে তিনি তার আসন্ন সিনেমা ‘শামসেরা’-এর প্রচারে এসেছিলেন। এদিন এই শোতে এসে তার সাথে তার মা নীতু কাপুরের একরি নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল।এদিন তারা মা ছেলে তে মিলে প্রয়াত অভিনেতা ঋষি কাপুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন।