• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়েতে কাটেনি এক সপ্তাহও এরই মধ্যে স্ত্রীকে বাপের বাড়ি পাঠানোর হুমকি দিলেন আদিত্য নারায়ণ

Updated on:

বিখ্যাত গায়ক উদিত নারায়ণের (Udit Narayan) পুত্র আদিত্য নারায়ণ (Aditya Narayan)। এমাসের শুরুতেই দীর্ঘ দিনের বান্ধবী শ্বেতা আগারওয়ালের (Sweta Agarwal) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আদিত্য নারায়ণ। মহামারীর কারণে বিয়েতে লোকজন ছিল খুবই কম। মুম্বাই এর ইসকন মন্দিরে দুই পরিবারের কিছু আত্মীয় ও অল্পসংখ্যা বন্ধুদের নিয়েই অনুষ্ঠিত হয়েছিল বিয়ে। বিয়ের সময় দম্পতির প্রচুর ছবি ও ভিডিও ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। ছেলে আদিত্যর বিয়ে দিয়ে বেজায় খুশি ছিলেন বাবা উদিত নারায়ণ। বিয়ের সময় উদিত নারায়ণকে খুশিতে নাচতে দেখা গিয়েছে এক ভাইরাল ভিডিওতে।

বিয়ের পরে আদিত্যে নিজের সোশ্যাল মিডিয়াতেও একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে শেষে অমিতাভ বচ্চন ‘হ্যা, আমি করেছি’ বলেছেন। এবার আদিত্য নারায়নের আরেকটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। ভাইরাল এই ভিডিওতে বিয়ের পরের কিছু রীতিনীতি পালন করতে দেখা যাচ্ছে নতুন বৌকে। সেই সময় আদিত্য তার নতুন স্ত্রী শ্বেতাকে বলছেন, ‘যেন কোনো ভুল না হয়, যদি না পারো তাহলে শশুরবাড়ি চলে যাও। ‘ আসলে ওটা মাইকা অর্থাৎ বাপের বাড়ি হত কিন্তু ডায়লগ ভুলে গিয়েছিলেন আদিত্য। পরে অবশ্য আশেপাশে উপস্থিত মহিলারা ভুল ধরিয়ে দিলে ভুল শুধরে মাইকে চলে যেতে বলেন।

শেষে অবশ্য আদিত্য নিজেই যে ডায়লগ ভুলে গিয়েছেন তা স্বীকার করেছেন। আদিত্যের এই ভিডিওটি পরিবারেরই কেউ একজন রেকর্ড করেছেন ও তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিয়েছেন যা ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটি শেয়ার করেছেন সিম্মি নামের এক আদিত্য ফ্যান। তিনি ভিডিওটির ক্যাপশনে লিখেছেন ‘আদি রকড, দুলহান শকড।’

 

View this post on Instagram

 

A post shared by ? Adi’s Pagal? (@adiholic_simmi)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥