• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফুটফুটে এক মেয়ের বাবা হলেন আদিত্য নারায়ণ, লক্ষী এসেছে ঘরে বেজায় খুশি উদিত নারায়ণ

বাবা হলেন গায়ক তথা সঞ্চালক আদিত্য নারায়ণ (Aditya Narayan)। আদিত্য পত্নী শ্বেতা আগরওয়ালের (Sweta  Agarwal) কোল আলো করে এলে ফুটফুটে এক কন্যা সন্তান। তবে অবাক করার বিষয় হল আজ নয় গতমাসেই বাবা হয়েছেন আদিত্য। তবে খুশির এই খবর বেমালুম চেপে গিয়েচিলেন তিনি। বিগত ২৪শে ফেব্রুয়ারিই বাবা হয়েছেন তিনি। তবে সম্প্রতি তাঁর বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই আদিত্য-শ্বেতাকে শুভেচ্ছায় ভরে দিয়েছেন নেটিজেনরা।

সম্প্রতি নিজেই ইনস্টাগ্রামে এই খুশির খবর শেয়ার করেছেন আদিত্য। নিজের বিয়ের একটি ছবি শেয়ার করে আদিত্য লিখেছেন, ‘খুব খুশির সাথে জানাতে চাই ভগবান আমাদের এক কন্যা সন্তান দিয়ে আশীর্বাদ করেছেন’। এমন একটা খুশির খবর শেয়ার করা মাত্রই তা হু হু করে ছড়িয়ে পড়েছে। একাধিক তারকারা শুভেচ্ছা জানিয়ে কংগ্রাচুলেট করেছেন তাদের। সাথে ভক্তদের তরফ থেকেও মিলেছে অনেক অনেক শুভেচ্ছা।

   

Aditya Narayan Sweta Agarwal Became Parents welcomes baby girl

এরপর এক সাক্ষাৎকারে আদিত্য জানান, ‘মেয়ে হওয়ায় সত্যিই খুবই খুশি আমি। মন থেকে চেয়েছিলাম কন্যা সন্তান হোক, সেটাই হয়েছে’। সন্তানের ডেলিভারির সময় শ্বেতার পাশেই ছিলেন আদিত্য। শ্বেতার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা অনেকটা বেড়ে গিয়েছে। আর তাদের সন্তানের রক্তে সঙ্গীত রয়েছে, তাই আগামী দিনে সঙ্গীতের পথে যেতে পারে কন্যা। তবে সেটা সম্পূর্ণটাই তাই নিজের পছন্দের ওপর নির্ভর করছে।

Aditya Narayan,Aditya Narayan became father of baby girl,Aditya Sweta became parents,Udit Narayan,entertainment News,আদিত্য নারায়ণ,উদিত নারায়ণ

এছাড়াও আদিত্য বাবা হওয়ার পাশাপাশি দাদু হয়ে গিয়েছেন বিখ্যাত গায়ক উদিত নারায়ণ (Udit Narayan)। নাতনি হওয়ার খবরে কতটা খুশি তিনি? এই প্রশ্নের উত্তরে আদিত্য জানান, নাতনিকে দেখে স্বর্গের পরী ভেবেছিলেন বাবা। প্রথমে কোলে নিতেও ভয় পাচ্ছিলেন। তবে তিনি খুবই খুশি হয়েছেন।

প্রসঙ্গত, প্রায় দশ বছর ধরে একেঅপরের সাথে প্রেম করছিলেন আদিত্য নারায়ণ ও শ্বেতা। ২০১০ সালে রিলিজ হওয়া ‘শাপিত’ ছবির শুটিংয়ের সময়েই প্রথম দেখা হয়েছিল দুজনের। প্রথম দেখা থেকেই বন্ধুত্বের ওমধ্যে দিয়ে প্রেম হয়ে যায়। এরপর ২০২০ সালের ডিসেম্বর মাসের ১লা তারিখেই সাত পাকে বাঁধা পড়েন দুজনে। বেশ ধুমধাম করেই হয়েছিল বিয়ের আয়োজন। এরপর গতবছরই বাবা হতে চলার খবর শেয়ার করেছিলেন তিনি। বর্তমানে আদিত্য নারায়ণকে বিভিন্ন রিয়্যালিটি শোয়ের মঞ্চে সঞ্চালক হিসাবে দেখা যায়। তবে গায়ক হিসাবেও বেশ নাম রয়েছে তাঁর।