বিখ্যাত গায়ান উদিত নারায়ণের (Udit Narayan) পুত্র আদিত্য নারায়ণ (Aditya Narayan)। প্রথমে বলিউডের গায়িকা নেহা কক্করের সাথে বিয়ের গুজব উঠেছিল আদিত্য নারায়ণের। কিন্তু নেহা কক্কর বিয়ে করেন পাঞ্জাবি গায়ক রোশনপ্রীতকে। এরপর দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগারওয়ালের (Sweta Agarwal) সাথেই বিয়ে ঠিক হয় আদিত্যর। সম্প্রতি শ্বেতা আগারওয়ালের সাথে বিবাহ সম্পন্ন হয়েছে আদিত্য নারায়নের। সোশ্যাল মিডিয়াতে আদিত্য ও শ্বেতার বিয়ের ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। সাথে শুরু হয়েছে শুভেচ্ছার ঝড়।
মুম্বাইয়ের ইস্কন মন্দিরে বিয়ের অনুষ্ঠান হয়েছে আদিত্য নারায়ণ ও শ্বেতার। সেখানে পরিবারের অল্প কিছু লোক ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠান। করোনা মহামারীর কারণেই সেভাবে অতিথির সংখ্যা বাড়েনি। তবে যে কজন উপস্থিত ছিলেন তাদের নিয়েই বেশ যাক জমকের সাথে বিয়ে সম্পন্ন হয়েছে।
বিয়ের আগে প্রি ওয়েডিং থেকে শুরু করে বিয়ে পর্যন্ত প্রচুর ছবি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা শেয়ার হওয়া মাত্রই ঝরে গতিতে ভাইরাল হয়ে পড়েছিল। এবার এদিনের বিয়ের ছবি থেকে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আদিত্য নিজেই তার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করেছেন। যা ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে আদিত্য ও শ্বেতার মালা বদল দেখা যাচ্ছে। সাথে ভিডিওর শেষে অমিতাভ বচ্চনের একটি ছবির ডায়লগ রয়েছে। যেখানে অমিতাভ বচ্চন বলছেন ‘তারা সফল হয়েছে।’
View this post on Instagram
আসলে ভিডিওটি আদিত্যর এক বন্ধু এডিটিং করে দিয়েছেন। আদিত্য অবশ্য সেই বন্ধুর নাম মেনশন করেছেন ভিডিওটি শেয়ার করে। ভিডিওটি শেয়ার করে আদিত্য নারায়ণ ক্যাপশনে লিখেছেন, ভিডিওটি এডিটিং করেছেন আমার এই ইডিয়ট বন্ধু।
প্রসঙ্গত, এর আগে বিয়ের আগের ফটোশুট থেকে শুরু করে বিয়ে পর্যন্ত একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল। বিয়ের স্থলে প্রবেশের পূর্বের নাচের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। যেখানে আদিত্য নারায়ণের বাবা উদিত নারায়ণকে ছেলের বিয়ের খুশিতে নাচতে দেখা গিয়েছিল।