• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সদ্য বাবা হয়েছেন উদিত নারায়ণ পুত্র আদিত্য ! প্রথমবার প্রকাশ্যে আনলেন নবজাতকের ছবি

উদিত নারায়ণ,আদিত্য নারায়ণ,শ্বেতা আগরওয়াল,বাচ্চা,সন্তান,আদিত্য নারায়ণের মেয়ে,Udit narayan,Aditya Narayan,Sweta agarwal,aditya narayan's daughter

গত ফেব্রুয়ারী মাসেই বাবা হয়েছেন উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণ (Aditya Narayan)। আদিত্য পত্নী শ্বেতা আগরওয়ালের (Sweta Agarwal) কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। কিন্তু মজার ব্যাপার হল, ফেব্রুয়ারী মাসে জন্ম দিলেও আদিত্য তাদের এই সুখবর জানান টানা এক মাস পরে। এই খবর বেমালুম চেপে গিয়েচিলেন তারা। তবে, তাঁর বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই আদিত্য-শ্বেতাকে শুভেচ্ছায় ভরে দিয়েছিলেন নেটিজেনরা।

নিজের ইন্সটাগ্রামেই এই খুশির খবর জানিয়েছিলেন আদিত্য। শ্বেতার সাথে বিয়ের একটি ছবি শেয়ার করে আদিত্য জানান, ‘খুব খুশির সাথে জানাতে চাই ভগবান আমাদের এক কন্যা সন্তান দিয়ে আশীর্বাদ করেছেন’। এমন একটা খুশির খবর শেয়ার করা মাত্রই তা হু হু করে ছড়িয়ে পড়েছিল।

উদিত নারায়ণ,আদিত্য নারায়ণ,শ্বেতা আগরওয়াল,বাচ্চা,সন্তান,আদিত্য নারায়ণের মেয়ে,Udit narayan,Aditya Narayan,Sweta agarwal,aditya narayan's daughter

এরপর এক সাক্ষাৎকারে আদিত্য জানান, ‘মেয়ে হওয়ায় সত্যিই খুবই খুশি আমি। মন থেকে চেয়েছিলাম কন্যা সন্তান হোক, সেটাই হয়েছে’। এছাড়াও আদিত্য বাবা হওয়ার পাশাপাশি দাদু হয়ে গিয়েছেন বিখ্যাত গায়ক উদিত নারায়ণ (Udit Narayan)। নাতনি হওয়ার খবরে কতটা খুশি তিনি? এই প্রশ্নের উত্তরে আদিত্য জানান, নাতনিকে দেখে স্বর্গের পরী ভেবেছিলেন বাবা। তাই বলাই বাহুল্য এমন ফুটফুটে মিষ্টি মেয়েকে দেখার অপেক্ষায় চাতকের মতো দিন গুনছিলেন নেটিজেনরাও।

উদিত নারায়ণ,আদিত্য নারায়ণ,শ্বেতা আগরওয়াল,বাচ্চা,সন্তান,আদিত্য নারায়ণের মেয়ে,Udit narayan,Aditya Narayan,Sweta agarwal,aditya narayan's daughter

এখন এই দম্পতির মেয়ের বয়স দুই মাস। সেই উপলক্ষেই নবজাতকের ছবি প্রকাশ্যে আনলেন শ্বেতা আদিত্য। আদিত্য নারায়ণ রবিবার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, শ্বেতা আগরওয়াল তার মেয়েকে কোলে নিয়ে আদর করছেন, এবং তার দিকে স্নেহ মাখা দৃষ্টিতে তাকিয়ে আছেন আদিত্য নারায়ণ। এই প্রথম আদিত্য নারায়ণ তার পারিবারিক ছবি শেয়ার করেছেন।

উদিত নারায়ণ,আদিত্য নারায়ণ,শ্বেতা আগরওয়াল,বাচ্চা,সন্তান,আদিত্য নারায়ণের মেয়ে,Udit narayan,Aditya Narayan,Sweta agarwal,aditya narayan's daughter

প্রসঙ্গত, প্রায় দশ বছর ধরে একেঅপরের সাথে প্রেম করছিলেন আদিত্য নারায়ণ ও শ্বেতা। ২০১০ সালে রিলিজ হওয়া ‘শাপিত’ ছবির শুটিংয়ের সময়েই প্রথম দেখা হয়েছিল দুজনের। প্রথম দেখা থেকেই বন্ধুত্বের ওমধ্যে দিয়ে প্রেম হয়ে যায়। এরপর ২০২০ সালের ডিসেম্বর মাসের ১লা তারিখেই সাত পাকে বাঁধা পড়েন দুজনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥