• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেচতে হবে বাইক! বিয়ের আগে আদিত্য নারায়ণের অ্যাকাউন্টে রয়েছে মাত্র ১৮ হাজার

খুব শিগগিরই সংসার পাততে চলেছেন উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণ। সেই নিয়েই এখন সরগরম পেজ থ্রির পাতা। কিন্তু এর মধ্যেই আদিত্য জানালেন তার আর্থিক অনটনের কথা। লকডাউনকালীন অবসরে নাকি নিজের সঞ্চয়ের সমস্ত অর্থই শেষ করে ফেলেছেন আদিত্য। গান – টিভি অনুষ্ঠানের সঞ্চালনা করে তিনি যা উপার্জন করতেন, দীর্ঘ কয়েকমাস সেসবও বন্ধ। তিনি জানান তার অ্যাকাউন্টে নাকি পড়ে রয়েছে মাত্র ১৮ হাজার টাকা।

আদিত্যর দুশ্চিন্তা, অক্টোবর থেকেও যদি তিনি কাজ না শুরু করেন তবে তার জন্য ঘনিয়ে আসছে আরও কঠিন সময়। যদি এভাবে চলতে থাকে তবে খুব শিগগিরই তাকে তার বাইকটাও বিক্রি করে দিতে হতে পারে বলে জানান তিনি। আদিত্য জানান, লকডাউনের জেরে অনেক মানুষই কাজ হারিয়ে বেকার দশায় দিন কাটাচ্ছে। পুরো দেশই কার্যত ধুঁকছে এই কঠিন আর্থিক মন্দায়।

তিনি আরও খানিক খোলসা করে জানান, “সরকার যদি লকডাউন আরও বাড়িয়ে দেয় তবে দেশের মানুষ খিদের জ্বালায় মারা যাবে। আমার পুরো সঞ্চয় শেষ হয়ে এসেছে। মিউচুয়াল ফান্ডে আমি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছি, তাও তুলে নিতে হয়েছিল। কারণ কেউ পরিকল্পনা করেনি যে আমি এক বছরের জন্য কাজ করব না। কেউ এরকম পরিকল্পনা করে না। এই পরিস্থিতিতে বিলিয়নার না হলে আর বিকল্প নেই। আমার অ্যাকাউন্টে মাত্র ১৮,০০০ টাকা পড়ে রয়েছে।”

প্রসঙ্গত, চলতি বছরের শেষেই প্রিয় বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন উদিত পুত্র। প্রায় ১০ বছরের সম্পর্কের পর এবার বিয়ের সিদ্ধান্ত নেন তারা, কিন্তু বিয়ের আগে আর্থিক দুরবস্থার কথা ভেবেই চিন্তায় ঘুম উড়ে যাচ্ছে আদিত্যের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥