• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের কমাসের মাথাতেই বাবা হতে চলেছেন আদিত্য নারায়ণ! খুশিতে ডগমগ দাদু উদিত নারায়ণ

Published on:

Udit Narayan,Aditya Narayan,Bollywood,উদিত নারায়ণ,আদিত্য নারায়ণ,বলিউড

বছরের শুরুতেই খুশির খবর শোনাল আদিত্য নারায়ণ (Aditya Narayan)। খুব শিগগিরই বাবা হতে চলেছেন উদিত পুত্র। স্বভাবতই এই খবর প্রকাশ্যে আসার পর হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়৷ আদিত্য এবং তার স্ত্রী অভিনেত্রী শ্বেতা আগরওয়াল প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে এই সুখবর শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন উদিত পুত্র। এই সুসংবাদ পাওয়া মাত্রই হবু বাবা মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেহা কক্কর থেকে, শ্রেয়া ঘোষালেরা।

সোশ্যাল মিডিয়ায় এদিন একটি ছবি পোস্ট করেছেন এই দম্পতি যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে শ্বেতার বেবিবাম্প। ছবিতে দেখা যাচ্ছে একটি ক্রপটপ আর জিন্সের ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছে শ্বেতার মাতৃত্বের চিহ্ন। আদিত্যর পায়ের কাছে বসে আছেন তিনি, আর আদিত্য তার মাথায় থুতনি রেখে আদরে ভরিয়েছেন উদিত পুত্র।

Udit Narayan,Aditya Narayan,Bollywood,উদিত নারায়ণ,আদিত্য নারায়ণ,বলিউড

আদিত্য নারায়ণ এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “শ্বেতা আর আমি আপনাদের এটা জানাতে পেরে খুবই খুশি যে খুব শিগগিরই আসতে চলেছে আমাদের প্রথম সন্তান। ” তিনি আরও লেখেন যে, “শ্বেতার দায়িত্ব বেড়ে গেল, আমি এক বাচ্চা আরেকজন আসতে চলেছে, এখন ও দুই বাচ্চাকে সামলাবে। ”

Udit Narayan,Aditya Narayan,Bollywood,উদিত নারায়ণ,আদিত্য নারায়ণ,বলিউড

বিখ্যাত গায়ান উদিত নারায়ণের (Udit Narayan) পুত্র আদিত্য নারায়ণ (Aditya Narayan)। প্রথমে বলিউডের গায়িকা নেহা কক্করের সাথে বিয়ের গুজব উঠেছিল আদিত্য নারায়ণের। কিন্তু নেহা কক্কর বিয়ে করেন পাঞ্জাবি গায়ক রোশনপ্রীতকে। এরপর দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগারওয়ালের (Sweta Agarwal) সাথেই বিয়ে ঠিক হয় আদিত্যর। ২০২০ সালের ডিসেম্বরেই বিয়ে সেরে, এক বছরের মাথাতেই সুখবর দিলেন দম্পতি।

 

কিছুদিন আগেই একটি ছটফটে গোল্ডেন রিট্রিভার কুকুর কিনেছেন শ্বেতা আদিত্য। আরেক পুচকে আসার পর বাড়ি যে গমগম করবেই তা বলাই বাহুল্য। তিনি আরও বলছেন, ‘ বাবা হওয়ার আকাঙ্খা অনেক দিন থেকেই ছিল তাঁর। স্বপ্নও পূরণ হলো বিয়ের এক বছর পেরোতেই।’ তিনি চান তার একটি ফুটফুটে কন্যা সন্তান হোক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥