ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো এর মধ্যে অন্যতম একটি হল ইন্ডিয়ান আইডল (Indian Idol)। বিগত বেশ কিছুদিন ধরেই ইন্ডিয়ান আইডল ১২ বেশ চর্চায় চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে। যার কারণ ইন্ডিয়ান আইডল কিশোর কুমারকে (Kishore Kumar) নিয়ে একটি বিশেষ পর্ব আয়োজিত হয়েছিল। বিশেষ পর্বে স্পেশাল অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার (Amit Kumar)। এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি অনুষ্ঠানটি একেবারেই উপভোগ করেননি।
এরপর অনেক কিছু ঘটে গিয়েছে লতা মঙ্গেশকর পর্যন্ত এই ব্যাপারে নিজের মন্তব্য রেখেছেন। অমিত কুমারেরএক সাক্ষাৎকারে ইন্ডিয়ান আইডল সম্পর্কে কিছু বিস্ফোরক তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি সেটাই করেছি যেটা আমাকে করতে বলা হয়েছিল। আমাকে বলা হয়েছিল যে যেমনই গান করুক না কেন ভালো বলতে। প্রতিটা প্রতিযোগীর গান হবার পর তাদের প্রশংসা করতে। কারণ কিশোর কুমারের প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য দেওয়া হচ্ছে, তাই প্রশংসা করতে হবে। আমি রিকুয়েস্ট করেছিলাম যদি শোএর আগে আমায় স্ক্রিপ্ট দেওয়া হলে ভালো হয় তবে তার কিছুই হয়নি’।
এরপর অমিত কুমারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন রিয়্যালিটি শোয়ের সঞ্চালক আদিত্য কুমার। তিনি বলেন ভালো না লাগলে তো বলতেই পারতেন, আমরা চেষ্টা করতাম। তাছাড়া, দর্শকরা প্রতিযোগীদের গান বেশ উপভোগ করছিলো। এই সব বিষয় নিয়ে যখন চর্চা চলছে তখন ইন্ডিয়ান আইডলের সন্মান বজায় রাখতে প্রচেষ্টায় নামলেন আদিত্য নারায়ণ।
মঞ্চে উপস্থিত বিচারক কুমার শানুকে (Kumar Shanu) আদিত্য জিজ্ঞাসা তিনি অনুষ্ঠান সত্যিই উপভোগ করছেন নাকি অমিত কুমারের মত চাপে পড়ে মন্তব্য করছেন? এই প্রশ্ন শুনে প্রথমেই হেসে ফেলেন বাকি বিচারকেরা। তবে কুমার শানু বলেন, এই ধরণের প্রশ্ন ক্যামেরার সামনে হওয়াই ভালো।আদিত্যকে সমর্থন জানিয়ে কুমার শানু বলেন মঞ্চে যে ৯জন প্রতিযোগী রয়েছে তারা প্রত্যেকেই দুর্দান্ত প্রতিভার অধিকারী।
৯ জনের প্রত্যেকেই আজ পৌঁছেছেন। সত্যি বলতে ৯ জন ৯টি হীরের সমান। আর তারা নিজেদের দুর্দান্ত প্রতিভা দিয়েই আমার প্রশংসা অর্জন করে নিয়েছে।