চলতি বছরের বহুপ্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি হল প্রভাস, সইফ আলি খান অভিনীত ‘আদিপুরুষ’ (Adipurush)। ‘রামায়ণ’এর ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমা ঘিরে দর্শকমহলে আগ্রহ ছিল দেখার মতো। তবে ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই উঠেছিল বিতর্কের ঝড়। এমনকি রিলিজের আগে শুরু হয়ে যায় বয়কট ট্রেন্ডও।
‘আদিপুরুষ’র টিজার প্রকাশ্যে আসার পর দর্শকদের একাংশ প্রচণ্ড চটে গিয়েছিলেন। ছবিতে রাবণের লুক ঘিরেও তৈরি হয়েছিল ব্যাপক বিতর্ক। অনেকেই দাবি করেছিলেন, লঙ্কেশকে নাকি মুঘল শাসকদের মতো দেখতে লাগছে। সেই সঙ্গেই কেউ কেউ ৫০০ কোটির এই ছবির ভিএফএক্সের তুলনা কার্টুন চ্যানেল পোগোর সঙ্গেও করেছিলেন।
দর্শকদের তরফ থেকে লাগাতার নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর নির্মাতাদের তরফ থেকে ‘আদিপুরুষ’র মুক্তির দিন ৬ মাস পিছিয়ে দেওয়া হয়। সেই সঙ্গেই জানানো হয়, ফের নতুন করে শুরু হবে ছবির ভিএফএক্সের কাজ। এরপর থেকেই দর্শকরা ‘ভালো কিছু’র জন্য আশায় বুক বাঁধতে শুরু করেন।
অবশেষে দীর্ঘ অপেক্ষা পর প্রকাশ্যে এল প্রভাস, সইফের ছবি ট্রেলার (Adipurush trailer)। মাত্র একদিনের মধ্যে ৫১ মিলিয়ন মানুষ দেখে নিয়েছেন সেই ট্রেলার (Trailer) ভিডিও। এখনও পর্যন্ত দর্শকদের তরফ থেকে মিশ্র প্রতিক্রিয়াই পাওয়া গিয়েছে। কারোর ভালোলেগেছে, কেউ এখনও সন্তুষ্ট নন।
তবে ‘আদিপুরুষ’র ট্রেলারে বেশ কয়েকটি জায়গা নজর কেড়েছে দর্শকরা। রাম, রাবণের এন্ট্রি থেকে শুরু করে হনুমানের সঞ্জীবনী নিয়ে যাওয়া হয়ে রাবণ বধ- এই দৃশ্যগুলি দাগ কেটেছে দর্শকমনে। সেই সঙ্গেই মাতা সীতার চরিত্রে কৃতিও মুগ্ধ করেছেন প্রত্যেককে। পাশাপাশি ছবির সংলাপ যেন আলাদা মাত্র যোগ করেছে ট্রেলারে।
সব মিলিয়ে বলা যায়, ‘আদিপুরুষ’র টিজার প্রকাশ্যে আসার পর দর্শকরা যেমন হতাশ হয়েছিলেন, ছবির ট্রেলার কিন্তু তেমনটা করেনি। বরং ট্রেলার দেখার পর ছবিটি ঘিরে দর্শকদের উত্তেজনাও খানিকটা বৃদ্ধি পেয়েছে। নির্মাতারা আশা করবেন, এই উত্তেজনা এবং আগ্রহ যেন বজায় থাকে। এবার এটাই দেখার, আগামী ১৬ জুন রিলিজের পর বক্স অফিসে কেমন ব্যবসা করে এই মেগা বাজেট সিনেমা।