• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রীরামের মাহাত্ম্য! রিলিজের ২৪ ঘণ্টার মধ্যে বিরাট ইতিহাস তৈরি করল ‘আদিপুরুষ’র গান ‘জয় শ্রী রাম’

Published on:

Adipurush song Jay Shree Ram sets a new record

বলিউডের (Bollywood) মেগা বাজেট ছবি ‘আদিপুরুষ’ (Adipurush) নিয়ে এখন দর্শকমহলে চর্চা তুঙ্গে। যেদিন থেকে ছবির টিজার প্রকাশ্যে এসেছে, সেদিন থেকে আলোচনার কেন্দ্রে চলে এসেছে এই সিনেমা। যত দিন যাচ্ছে, দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে ক্রেজও যেন বাড়ছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি এই ছবির প্রথম গান (Song) ‘জয় শ্রী রাম’ (Jay Shree Ram)। রিলিজের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গড়ে ফেলেছে বিরাট রেকর্ড।

ওম রাউত পরিচালিত এই সিনেমা তৈরিতে কোনও প্রকার কার্পণ্য করেননি নির্মাতারা। ‘আদিপুরুষ’ তৈরির জন্য প্রায় ৫০০ কোটি টাকা খরচ হয়েছে বলে খবর। শ্রীরামের চরিত্রে অভিনয় করেছেন সাউথ সুপারস্টার প্রভাস। সীতা, লক্ষ্মণ এবং লঙ্কেশ রাবণের চরিত্রে দেখা যাবে যথাক্রমে কৃতি শ্যানন, সানি সিং এবং সইফ আলি খানকে।

Adipurush song, Jay Shree Ram, Jay Shree Ram song

কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে ‘আদিপুরুষ’র ট্রেলার। টিজার প্রকাশ্যে আসার পর চারিদিকে যেমন বিতর্ক হচ্ছিল, ট্রেলার দেখার পর দর্শকদের সেই বিতর্ক, সমালোচনা কিছুটা কমেছে। সম্প্রতি ছবির প্রথম গান ‘জয় শ্রী রাম রাজা রাম’ রিলিজ হওয়ার পর দর্শকমহলে ছবিটি ঘিরে উত্তেজনাও অনেকটা বেড়ে গিয়েছে।

প্রত্যাশা মতোই এই গানে শ্রীরামের চরিত্রে দেখা মিলেছে সুপারস্টার প্রভাসের। দু’দিন আগে রিলিজ করা এই গানের ভিউ ইতিমধ্যেই ইউটিউবে ৫ কোটি ছাড়িয়ে গিয়েছে। গানের লিরিক্স লিখেছেন মনোজ মুন্তাশির এবং সুর দিয়েছেন অজয় অতুল। তাঁদের দাবি, এই গান লঞ্চ করার সময় একটি অলৌকিক শক্তি অনুভব করতে পেরেছিলেন তাঁরা।

Adipurush song, Jay Shree Ram, Jay Shree Ram song

রাম নামের যে কী মাহাত্ম্য তা এই গান রিলিজ হওয়ার পরেই বেশ বোঝা গিয়েছে। রিলিজের ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি ভিউ পাওয়া গানের শিরোপা অর্জন করে নিয়েছে ‘জয় শ্রী রাম রাজা রাম’ গানটি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই গানের ভিউ ২ কোটি পেরিয়ে গিয়েছিল। ইউটিউব ভিউজের নিরিখে একাধিক জনপ্রিয় গানকে পিছনে ফেলে দিয়েছে ‘আদিপুরুষ’র এই গান।

‘জয় শ্রী রাম রাজা রাম’ প্রসঙ্গে কথা বলার সময় সুরকার অজয় বলেন, এটি সিনেমায় তাঁদের সুর দেওয়া প্রথম গান। গানের নাম থেকে আলাদা একটা অনুপ্রেরণা পেতেন তাঁরা। অজয়ের সংযোজন, গানে সুর দেওয়ার সময় তিনি যতবার শ্রীরামের নাম নিয়েছেন ততবার একটি আলাদা শক্তি অনুভব করতে পেরেছেন। রাম নামের জন্য তাঁরা ভক্তির পাশাপাশি মানসিক শক্তিও পেয়েছেন বলে জানান তিনি। অজয়ের কথায়, একটি একটি স্মরণীয় গানের অংশ হতে পেরে তিনি গর্বিত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥