চলতি বছর রিলিজ হতে চলা বহুচর্চিত বলিউড (Bollywood) সিনেমাগুলির মধ্যে একটি হল ‘আদিপুরুষ’ (Adipurush)। প্রভাস, সইফ আলি খান, কৃতি শ্যানন অভিনীত এই সিনেমার টিজার প্রকাশ্যে আসার পর থেকেই চর্চার কেন্দ্রে রয়েছে। প্রথমে জানুয়ারি মাসে রিলিজ হওয়ার কথা ছিল এই সিনেমার। তবে দর্শকদের মধ্যেকার ক্ষোভ এবং বয়কট ট্রেন্ড দেখে তা পিছিয়ে দেন নির্মাতারা।
নতুন করে ভিএফএক্সের কাজ করার পর আগামী জুন মাসে প্রেক্ষাগৃহে রিলিজ করতে চলেছে ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি এই ছবি। তার আগে এক এক করে রিলিজ করছে এই সিনেমার গান। কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে ‘আদিপুরুষ’র প্রথম গান ‘জয় শ্রী রাম’ (Jay Shree Ram)। রিলিজ হওয়ার এক দিনের মধ্যেই একটি বিরাট রেকর্ডও গড়ে ফেলেছে সেই গানটি।
ইতিমধ্যেই ইউটিউবে প্রায় ৮৬ মিলিয়ন মানুষ ‘জয় শ্রী রাম’ গানটি শুনে ফেলেছেন। বুধবার এই গানের দ্বিতীয় ভার্সন লঞ্চ করেছেন নির্মাতারা। সেটি আবার গেয়েছেন ‘সুরের জাদুকর’ অরিজিৎ সিং। দ্বিতীয় ভার্সনটিও দারুণ পছন্দ হয়েছে শ্রোতাদের। ‘জয় শ্রী রাম’র দু’টি ভার্সন হিট হতেই ‘আদিপুরুষ’ নির্মাতারা আরও একটি ঘোষণা করে ফেললেন।
সোশ্যাল মিডিয়া খুললেই এখন ‘জয় শ্রী রাম’ গানটি চোখে পড়বে। অনেকে তো নিজের ফোনের রিংটোনও করেছে এই গানটিকে। শত বিতর্কের মাঝে ‘জয় শ্রী রাম’ যে এত হিট হবে তা হয়তো ‘আদিপুরুষ’ নির্মাতারাও ভাবেননি। তবে বাস্তবে সেটাই হয়েছে। শ্রোতাদের মনে এখন রাজত্ব করছে শ্রীরামের এই গান।
‘আদিপুরুষ’র প্রথম গানের এত সাফল্য দেখার পর এবার ছবির দ্বিতীয় গান রিলিজের কথা ঘোষণা করেছেন নির্মাতারা। দ্বিতীয় গানের নাম ‘রাম সিয়া রাম’ (Ram Siya Ram)। আগামী ২৯ মে হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়ালম ভাষায় রিলিজ করবে এই গানটি। ‘জয় শ্রী রাম’র মতো এই গানের লিরিক্সও মনোজ মুন্তাশির লিখেছেন। গেয়েছেন সাচেত এবং পরম্পরা। আগামী ২৯ মে ঠিক দুপুর ১২টায় রিলিজ করবে ‘রাম সিয়া রাম’।
প্রসঙ্গত উল্লেখ্য, ওম রাউত পরিচালিত এই মেগা বাজেট সিনেমা আগাই ১৬ জুন প্রেক্ষাগৃহে রিলিজ করবে। প্রভাস, সইফ এবং কৃতি ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন দেবদত্ত গজানন নাগে, সানি সিং, বৎসল শেঠ, সোনাল চৌহানের মতো তারকারা। শোনা যাচ্ছে, ৬০০ কোটি টাকার বিপুল বাজেটে তৈরি হয়েছে এই সিনেমা।