• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সীতার সিঁথিতে সিঁদুর নেই, রামের পৈতে উধাও! রিলিজের আগেই অভিযোগ দায়ের ‘আদিপুরুষ’র বিরুদ্ধে

প্রভাস, সইফ আলি খান অভিনীত ‘আদিপুরুষ’ (Adipurush) ছবিটি বিপাক (Trouble) থেকে কিছুতেই বেরোতে পারছে না। গত বছর ছবিটির টিজার প্রকাশ্যে আসার পর থেকে ঝামেলার সূত্রপাত। কার্টুনের মতো শ্রীরাম এবং মুঘল শাসকদের মতো রাবণকে দেখে ক্ষোভ উগড়ে দিয়েছিল দর্শকরা। রিলিজের আগেই উঠেছিল বয়কটের ডাক। চাপে পড়ে বাধ্য হয়ে রিলিজ ডেট ৬ মাস পিছিয়ে দেন নির্মাতারা। কিন্তু তা সত্ত্বেও কাজের কাজ কিছু হল না।

গত জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে রিলিজ হওয়ার কথা ছিল ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’এর। কিন্তু দর্শকদের চাপে পড়ে রিলিজ ডেট ৬ মাস পিছিয়ে দেওয়া হয়। জানানো হয়, ফের নতুন করে শুরু হবে ছবির ভিএফএক্সের কাজ। এরপর রাম নবমীর দিন প্রকাশ্যে আনা হয় ‘আদিপুরুষ’এর নতুন পোস্টার। আর ব্যস, সেই পোস্টার (Poster) প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক।

   

Adipurush, Adipurush new poster, Adipurush trolled, Adipurush poster controversy

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ‘আদিপুরুষ’এর নতুন পোস্টার। আর সেই বিতর্ক পৌঁছে গিয়েছে আদালতের দরজা (Legal trouble) অবধি। মুম্বইয়ের সাকিনাকা থানায় প্রযোজক ভূষণ কুমার, পরিচালক ওম রাউত এবং অভিনেতাদের থানার অভিযোগ দায়ের করা হয়েছে। দাবি করা হয়েছে, হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে ‘আদিপুরুষ’এর পোস্টার।

একাংশ প্রশ্ন তুলেছেন, শ্রীরামের গায়ের পৈতে উধাও। এমনকি মাতা সীতার সিঁথিতেও নেই সিঁদুর! আর এই ভিত্তিতেই সঞ্জয় দীননাথ তিওয়ারি নামের এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩৪, ২৯৫(এ), ২৯৮ এবং ৫০০ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি এও দাবি করা হয়েছে, বলিউডের নির্মাতারা ইচ্ছাকৃতভাবে ‘আদিপুরুষ’এ এই ‘ভুলগুলি’ করেছেন।

Adipurush, Adipurush controversy, Adipurush poster controversy

যদিও এই প্রথম নয়, ‘আদিপুরুষ’এর টিজার প্রকাশ্যে আসার পরেও ব্যাপক বিতর্ক হয়েছিল। এমনকি তখনও হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছিল প্রভাস-সইফের সিনেমার বিরুদ্ধে। অনেকে আশা করেছিলেন, ভিএফএক্সের কাজ নতুন করে শুরু হলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু নতুন পোস্টার প্রকাশ্যে আসার পর দেখা গেল, অবস্থা সেই আগের মতোই রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও ‘রামায়ণ’কে কেন্দ্র করে একাধিক সিনেমা, ধারাবাহিক তৈরি হয়েছে। দর্শকরা ভেবেছিলেন, প্রভাস-সইফের এই বিগ বাজেট ছবিতে রাম-সীতার কাহিনী নতুন মাত্রা পাবে। কিন্তু নতুন মাত্রা পাওয়া তো দূর, ছবিটি যেভাবে একের পর এক বিতর্কে জড়াচ্ছে তাতে ‘আদিপুরুষ’ দেখতে কত সংখ্যক দর্শক প্রেক্ষাগৃহে যাবেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।