প্রচুর বিতর্ক, টালবাহানার পর অবশেষে শুক্রবার প্রেক্ষাগৃহে রিলিজ করেছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’ (Adipurush)। ‘রামায়ণ’ অনুকরণে এই মেগা বাজেট বলিউড (Bollywood) ছবি তৈরি করেছেন পরিচালক ওম রাউত। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাউথ সুপারস্টার প্রভাস (Prabhas), সইফ আলি খান এবং কৃতি শ্যানন (Kriti Sanon)। আর রিলিজের দিনই বক্স অফিসে (Box Office Collection) অনন্য নজির গড়ে ফেলেছে এই সিনেমা।
‘আদিপুরুষ’র টিজার রিলিজের পর চারিদিকে প্রবল বিতর্ক হয়েছিল। ছবির ভিএফএক্স, রাবণের লুক দেখে অনেক দর্শকই রেগে আগুন হয়ে গিয়েছিলেন। রিলিজের আগেই উঠেছিল সিনেমা বয়কটের ডাক। দর্শকদের প্রতিক্রিয়া দেখে রিলিজ ডেট ৬ মাস পিছিয়ে দেন নির্মাতারা। নতুন করে শুরু হয় এডিটিংয়ের কাজ।
দ্বিতীয়বারের নিখুঁত এডিটিং দেখে মুগ্ধ হয়ে যান দর্শকরা। ‘আদিপুরুষ’র ট্রেলার দেখার পরেই দর্শকদের ক্ষোভ অনেকটা কমে গিয়েছিল। সেখানে রাম-রাবণের লুক, ভিএফএক্সের প্রশংসাও করেছিলেন অনেকে। তখনই মনে হয়েছিল, রিলিজের পর ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে চলেছে। আর ঠিক তেমনটাই হচ্ছে।
দীর্ঘ প্রতীক্ষার পর আজ, ১৬ জুন রিলিজ করেছে প্রভাস-কৃতির সিনেমা। রিপোর্ট থেকে জানা যাচ্ছে, প্রথম দিনেই প্রায় ৮৫ কোটি টাকার ব্যবসা করতে চলেছে ‘আদিপুরুষ’। আর সত্যি যদি এমনটা হয়, তাহলে প্রভাসের ছবি টপকে যাবে শাহরুখের খানের ‘পাঠান’কে।
চলতি বছরের ব্যবসাসফল ছবিগুলির মধ্যে অন্যতম হল কিং খানের ‘পাঠান’। গোটা বিশ্বে প্রায় ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। রিলিজের দিনই আয় করেছিল ৫৭ কোটি টাকা। ‘আদিপুরুষ’ যদি রিলিজের দিন প্রত্যাশা মতো ৮৫ কোটি টাকা আয় করতে পারে, তাহলে পিছনে ফেলে দেবে ‘পাঠান’কে।
পাশাপাশি প্রভাস অনুরাগীদের জন্যেও ‘আদিপুরুষ’ ছবিটি বিশেষ হতে চলেছে। কারণ ‘বাহুবলী’ এবং ‘সাহো’ ছাড়া অভিনেতার কেরিয়ারে ১০০ কোটির বেশি আয় করা ছবি আর নেই। তাই ‘আদিপুরুষ’ যদি রিলিজের দিনই ৮৫ কোটি টাকা আয় করে ফেলে তাহলে এটি সাউথ সুপারস্টারের কেরিয়ারের মোড়ঘোরানো ছবিও হয়ে যেতে পারে। আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষার পরেই পাওয়া যাবে সকল প্রশ্নের উত্তর।