• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘রামের নামে ছেলের নাম রাখবো না!’ আদিপুরুষ নিয়ে বিতর্কের মাঝেই বিস্ফোরক সইফ আলী খান

কয়েকদিন আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রভাস (Prabhas), সইফ আলি খান (Saif Ali Khan), কৃতি শ্যানন (Kriti Sanon) অভিনীত ‘আদিপুরুষ’ (Adipurush)। ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। তবে রিলিজ হতে না হতেই একাধিক বিতর্কে জড়িয়েছে এই মেগা বাজেট ছবি। অভিযোগ উঠেছে, হিন্দু ধর্মের অপমান করার। ‘আদিপুরুষ’ নিয়ে চলতে থাকার এই বিতর্কের আবহেই নতুন বিতর্কের জন্ম দিলেন ‘রাবণ’ এর চরিত্রে অভিনয় করা সইফ।

‘আদিপুরুষ’ রিলিজের পর থেকেই ছবির নিম্নমানের গ্রাফিক্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দর্শকদের একাংশ। পাশাপাশি ছবিতে রাবণের লুকও অনেকের পছন্দ হয়নি। অনেকেই বলেছিলেন, সইফকে দেখে রাবণ নয়, বরং মুঘল শাসকদের মতো দেখাচ্ছে। এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতার একটি পুরনো ভিডিও ছড়িয়ে পড়েছে, যা দেখার পর বিতর্ক কয়েক গুণ বেড়ে গিয়েছে।

   

Saif Ali Khan, Saif Ali Khan in Adipurush, Saif Ali Khan on Sri Ram

সম্প্রতি নিজের দুই ছেলে ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan) এবং তৈমুর আলি খানকে (Taimur Ali Khan) নিয়ে ‘আদিপুরুষ’ দেখতে গিয়েছিলেন সইফ। সিনেমা হল থেকে বেরনোর সময় তাঁদের পাপারাৎজিরা ঘিরে ধরেন। সেই সঙ্গেই ‘জয় শ্রী রাম’ (Jai Shri Ram) ধ্বনিও উঠতে থাকেন। সেই সময় দেখা যায়, দু’হাত তুলে হাতজোড় করে হাসিমুখে ভিড় ঠেলে বেরিয়ে যাচ্ছেন শর্মিলা ঠাকুরের ছেলে। আর সেখান থেকে শুরু হয়েছে নানান জল্পনা।

সইফের এই ভিডিও ভাইরাল হতেই একজন প্রশ্ন তুলেছেন, কেন পাল্টা ‘জয় শ্রী রাম’ বললেন না সইফ? কেউ আবার আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘শ্রীরামের মাহাত্ম্য নিয়ে এদের কাজ নেই। এদের কাছে টাকাটাই আসল’। সব মিলিয়ে এখন নেটিজেনদের চর্চার হট টপিক হয়ে গিয়েছে সইফের এই ভিডিও।

Saif Ali Khan, Saif Ali Khan children

পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ‘আদিপুরুষ’ অভিনেতার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ছেলে তৈমুর এবং জাহাঙ্গীরের নামকরণ নিয়ে মুখ খুলতে দেখা যায় অভিনেতাকে। সেখানে অভিনেতা সাফ বলেন, তিনি কোনোদিন শ্রীরামের নামে নিজের সন্তানের নামকরণ করবেন না।

নিজের এহেন বক্তব্যের প্রেক্ষিতে যুক্তি হিসেবে সইফ বলেন, দিন দিন যেভাবে মানুষের মধ্যে ‘ইসলামোফোবিয়া’ বৃদ্ধি পাচ্ছে তাতে তাঁর ভয় হয়। বরং স্ত্রী করিনা কাপুর খানের দেওয়া ‘তৈমুর’ নামের ভূয়সী প্রশংসা করেন অভিনেতা। যদিও সইফ-করিনার বড় ছেলের নাম নিয়ে একসময় প্রবল বিতর্ক হয়েছিল। তৈমুর ছিলেন মুঘলদের উত্তরসূরি, অত্যাচারী, স্বৈরাচারী একজন শাসক। এমন ব্যক্তিত্বের নামে নিজের ছেলের নামকরণ করায় অনেক কটু কথা শুনতে হয়েছিল তারকা দম্পতিকে।